০৭. শেয়ানে শেয়ানে কোলাকুলি
মার্ক তোমার গালে পাঁচটা আঙুলের দাগ কেন?
স্পাইয়ের জীবিকার বিপদ
ডোরি বলে, তুমি আমার নতুন সেক্রেটারীর সঙ্গে খারাপ ব্যবহার করেছ?
আমি চুমু খেয়েছি। খারাপ ব্যবহার তোমার সেক্রেটারী করেছে। ডোরি, তোমার মুরগী আণ্ডা পেরেছে। তবে আণ্ডাটা পচা–মেয়েটা এরিকা নয়, এরিকার বোন কারলোটা। এরিকা হংকং এ ছিল, ও যেন পালাবার সুযোগ পায় তাই ওর বোন কারলোটা পাছায় উল্কি এঁকে আমাদের বুদু বানিয়েছে। এরিকা ইতিমধ্যে হংকং থেকে পালিয়েছে। তবে কোথায় কেউ জানে না।
ডোরি বলে, আমি কারলোটার সঙ্গে কথা বলবো।
ও বাইরে আছে। ডোরি আমার দশহাজার ফ্রা পাওনা আছে। মাল ছাড়ো।
আমি তোমাকে বিশ হাজার ফ্রা দিয়েছি।
মতেকার্লোয় ফ্ল্যাট জোগাড় করতে কতত সেলামী দিতে হয় জানো? তারপর প্যারী আসার ভাড়া।
গারল্যান্ড, পাসপোর্টটা দাও।
কোন পাসপোর্ট?
এরিকার জাল পাসপোর্ট যেটা দিয়েছিলাম।
আরে সেটা তো তোমার ভিলায় ডেস্কের ডানদিকের সবচেয়ে ওপরের ড্রয়ারে রেখে এসেছি।
ঠিক আছে, যদি তুমি এই কেসে কোন বেইমানী করে থাকো তবে তোমার বারোটা বাজিয়ে দেবো
ওহ ডোরি, তোমার মুরগী পচা আণ্ডা দিলে আমি কি করবো?
খুব সম্ভব আমি আর তোমাকে কাজ দেবো না। কাজ হয় না, অথচ তুমি মুনাফা লোটো–
কপাল, বুঝলে ডোরি, হাসতে হাসতে গারল্যান্ড চলে যায়।
একটু আগে ডোরির নতুন সেক্রেটারী মেভিস পলকে চুমু খেতে গিয়ে থাপ্পড় খেয়েছে গারল্যান্ড।
সে এখন এতো জোরে টাইপ করছে যে মেসিনের মত শোনাচ্ছে।
ওর ডেস্কের সামন দাঁড়িয়ে প্লাস্টিকের প্লেটে লেখা মেভিস পল নামটা পড়ে মার্ক।
সুন্দর নাম সুন্দরী মেয়ে, প্যাডে নামটা লিখে পকেটে রেখে শিস দিতে দিতে অ্যান্টিরুমে গারল্যান্ড ঢোকে। কারলোটা সেখানে অপেক্ষা করছে।
হি বেবী ভেতরে যাও। বুড়ো বকবক করবে।
ডোরি তোমার কিছু করতে পারবে না। আবার দেখা হবে
হাসতে হাসতে মার্ক যায়। তিরিশ লাখ ডলারের কালো মুক্তো তার চোখের সামনে ভাসছে।