জরা

রাক্ষসী। চণ্ডকৌশিক মুনি প্রদত্ত পুত্রদায়িনী ফল মগধরাজ বৃহদ্রথের দুই পত্নী (কাশীরাজের যমজ কন্যা) দুই খণ্ড করে খাওয়াতে ওঁরা দুজনেই দুই শরীর-খণ্ড প্রসব করলেন। সেই শরীর-খণ্ডদুটি বাইরে ফেলে দিতে তা জরা রাক্ষসী নজরে আসে। তাদের যুক্ত করে একটি পূর্ণাঙ্গ শিশু উৎপন্ন করে জরা পুত্রটিকে রাজার হাতে দেন। এই পুত্রটিই পরে জরাসন্ধ নামে পরিচিত হন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *