চিত্রাঙ্গদ

রাজা শান্তনু ও তাঁর স্ত্রী সত্যবতীর প্রথম পুত্র। শান্তনুর পর ইনিই হস্তিনাপুরের সিংহাসনে বসেন। চিত্রাঙ্গদ অত্যন্ত বলশালী ছিলেন। দেবতা,অসুর,গন্ধর্ব – কাউকেই তিনি ভয় পেতেন না। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ এসে ওঁকে বললেন, ওঁর নাম আর গন্ধর্বরাজের নাম এক হতে পারে না। হয় উনি নতুন নাম নিন,অথবা গন্ধর্বরাজের সঙ্গে যুদ্ধ করুন। কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে এক ঘোর যুদ্ধে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *