দানবেন্দ্র বিপ্রচিত্তি এই নাম নিয়ে মর্তে মগধের রাজা বৃহদ্রথের বলবান পুত্র হয়ে জন্মান। বৃহদ্রথের দুই রানী কৌশিক মুনির দেওয়া সন্তান-দায়ী একটি আম্রফল ভাগাভাগি করে খাওয়ার ফলে ওঁদের দুজনেরই অর্ধ-সন্তান হয়। ওঁরা সেই অর্ধ-সন্তান দুটিকে বাইরে ফেলে দিলে জরা নামে এক রাক্ষসী তাদের উদ্ধার করে। এই দুই অর্ধ-সন্তান হঠাত্ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণ সন্তান হয়ে যায়। রাক্ষসী তখন মগধরাজকে সেই সন্তান উপহার দিয়ে বলেন যে, এটি ওঁর সন্তান। এই সন্তানই পরে জরাসন্ধ নামে পরিচিত হন। জরাসন্ধের বাহুবলের জন্য সবাই ওঁকে খুব ভয় পেতেন। বহু নৃপতিকে তিনি বন্দী করে রেখেছিলেন। ভীম তেরো দিন ধরে সমানে ওঁর সঙ্গে কুস্তিযুদ্ধ করে শেষে কৃষ্ণ ও অর্জুনের সামনে ওঁকে বধ করেন।