পাণ্ডবদের পূর্বপুরুষদের (নহুষ, যযাতি প্রমুখের) রাজধানী। ধৃতরাষ্ট্রের কাছ থেকে অর্ধরাজ্য নিয়ে এইখানেই যুধিষ্ঠির তাঁদের রাজধানী স্থাপন করেন। ধবংসপ্রাপ্ত এই শহরটিকে পাণ্ডবরা নতুন করে গড়ে এর নাম দেন ইন্দ্রপ্রস্থ। বর্তমানে দিল্লী যেখানে অবস্থিত – সেখানেই ইন্দ্রপ্রস্থ ছিল বলে অনুমান করা হয়।