গন্ধর্বরাজ। ইনি যখন দ্বৈতবনের সরোবরে সদলবলে বিচরণ করছিলেন, তখন দুর্যোধনও সসৈন্যে সেখানে এসেছিলেন। দুর্যোধন এসেছিলেন বনবাসী পাণ্ডবদের দুর্দশা দেখার জন্য ও সেই সঙ্গে নিজের অর্থ ও সৌভাগ্য পাণ্ডবদের প্রদর্শন করে তাঁদের ঈর্ষাগ্রস্থ করবেন বলে। গন্ধর্বদের সেখানে দেখে দুর্যোধন সৈন্যদের আদেশ দিলেন ওঁদের বিতাড়িত করতে। কৌরব সৈন্য আক্রমণ করতেই চিত্রসেন প্রথমেই যুদ্ধে কর্ণকে পরাজিত করলেন। কর্ণ পলায়ন করলেন, কিন্তু সভ্রাতা দুর্যোধন ও তাঁদের পত্নীরা চিত্রসেনের হাতে বন্দী হলেন। প্রাণভয়ে ভীত দুর্যোধনের মন্ত্রীরা পাণ্ডবদের কাছে সাহায্য চাইতে এলে যুধিষ্ঠিরের আদেশে অর্জুন গিয়ে চিত্রসেনকে যুদ্ধ করে পরাজিত করেন। পরাজিত চিত্রসেন অর্জুনকে সখা বলে সম্বোধন করে বললেন যে, দুর্যোধন ও কর্ণ পাণ্ডবদের উপহাস করতে এসেছিলেন বলে দেবরাজ ইন্দ্রের আদেশে উনি দুর্যোধনদের বন্দী করেছেন। যুধিষ্ঠিরের অনুরোধে চিত্রসেন দুর্যোধনদের মুক্তি দিলেন। ইন্দ্র অমৃত বর্ষণ করে নিহত গন্ধর্বদের পুনর্জীবিত করলেন।