মৃত্যুর গন্ধ মিষ্টি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
ছয়টি প্রাপ্তমনস্ক ডার্ক ফ্যান্টাসি
প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০২০
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় কর্তৃক পত্রভারতী থেকে প্রকাশিত
প্রচ্ছদ ও অলংকরণ – কৃষ্ণেন্দু মণ্ডল
.
একমিনিট! শুনুন!
যে প্রিয় পানীয়তে আপনি আয়েশ করে চুমুক দিচ্ছেন, আপনি নিশ্চিত তো তাতে এমন কিছু মেশানো নেই যার কথা জানলে কেঁপে উঠবে আপনার শরীর? যে শরীর আপনি ছুঁতে চলেছেন, আপনি নিশ্চিত তো সত্যিই তার শরীর আছে? ঠোঁট রাখতে চলেছেন যে ঠোঁটে, সেই চুম্বন শেষ চুম্বন নয়তো? অথবা যে কস্তুরীর আবেশে আপনি হারিয়ে যাচ্ছেন স্বপ্নের দেশে, সেখান থেকে আবার ফিরে আসতে পারবেন তো? কারণ, মৃত্যুর গন্ধ অনেক সময় মিষ্টি হয়। যাঁর আবাহনের প্রতীক্ষায় আপনার সাধনা, সে এমন কেউ নয়তো যে অপদেবতার চেয়েও ভয়ঙ্কর! স্বর্গ নয়, মর্ত্য নয়, সে আসলে অন্য অচেনা পৃথিবীর বাসিন্দা? তাকে খালি হাতে ফেরানো যায় না!
ছয়টি নভেলেট ও গল্প নিয়ে এই সংকলন—মৃত্যুর গন্ধ মিষ্টি। এক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এ কাহিনিগুলি সে ধরনের গল্প, যাকে বলা হয় ডার্ক ফ্যান্টাসি। বাস্তব ও পরাবাস্তব আধারিত এই বীভৎস রসের গল্প উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল সুখী গৃহকোণ ও নবকল্লোল পত্রিকাতে। এবার সব একসঙ্গে স্থান পেল এক মলাটে।
সাহিত্যের বিভিন্ন রসের মধ্যে বীভৎস রসও একটা রস। তবে হ্যাঁ, কেউ এই বই পাঠ করে আতঙ্কিত হলে, কোনও পানীয়তে চুমুক দেবার আগে বা কাউকে স্পর্শ করার আগে হঠাৎ থমকে গেলে, সুগন্ধির গন্ধ সহ্য করতে না পারলে তার দায় কিন্তু লেখকের নেই। কারণ, এ বই পাঠ করার পরে তেমন সম্ভাবনা থাকতেই পারে। তবে মনে হয়, পাঠকরা এই কাহিনিগুলি উপভোগ করবেন। মৃত্যুর গন্ধ মিষ্টিই হয়!
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
১লা জানুয়ারি ২০২০
Leave a Reply