হাদীস নং ১৯৯২
মুহাম্মদ ইবনে সিনান রহ…….আতা ইবনে ইয়াসার রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রা.-কে বললাম, আপনি আমাদের কাছে তাওরাতে বর্ণিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গুণাবলী বর্ণনা করেন। তিনি বললেন : আচ্ছা। আল্লাহ কসম ! কুরআনে বর্ণিত তাঁর কিছু গুণাবলী তাওরাতে ও উল্লেখ করা হয়েছে : হে নবী ! আমি আপনাকে সাক্ষীরূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি এবং উম্মীদের রক্ষক হিসাবেও। আপনি আমার বান্দা ও আমার রাসূল। আমি আপনার নাম মুতাওয়াক্কিল (আল্লাহর উপর ভরসাকারী) রেখেছি। তিনি মন্দ স্বভাবের নন, কঠোর হৃদয়ের নন বরং বাজারে চীৎকারীও নন। তিনি অন্যায়কে অন্যায় দ্বারা প্রতিহত করেন না বরং মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ তা’আলা তাকে ততক্ষণ মৃত্যু দিবেন না যতক্ষণ না, তাঁর দ্বারা বিকৃত মিল্লাতকে সঠিকপথে আনেন অর্থাৎ যতক্ষণ না তারা (আরববাসীরা) লা ইলাহা ইল্লাল্লাহু এর ঘোষণা দিবে। আর এ কালিমার মাধ্যমে অন্ধ-চক্ষু, বধির-কর্ণ ও আচ্ছাদিত হৃদয় খুলে যাবে। আবদুল আযীয ইবনে আবু সালামা রহ হিলাল রহ. থেকে হাদীস বর্ণনায় ফুলাইহ রহ.-এর অনুসরণ করেছেন। সাঈদ রহ……….ইবনে সালাম রহ. থেকে হাদীস বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ বুখারী রহ. বলেন, যে সকল বস্তু আবরণের মধ্যে থাকে তাকে غلف বলে। তার একবচন أغلف যেমন, বলা হয়, سيف أغلف কোষাবদ্ধ তরবারি। قوس غلفاء কোষবদ্ধ ধনুক । رجل أغلف খাতনা না করা পুরুষ।