হাদীস নং ২১৭০
আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ……….আবু উমামা বাহিলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, লাঙ্গলের হাল এবং কিছু কৃষি যন্ত্রপাতি দেখে বললেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি এটা যে সম্প্রদায়ের ঘরে প্রবেশ করে, আল্লাহ সেখানে অপমান প্রবেশ করান। রাবী মুহাম্মদ (ইবনে যিয়াদ রহ.) বলেন, আবু উমামা রা.-এর নাম হল সুদাই ইবনে আজলান।