হাদীস নং ২৪৩৯
হাজ্জাজ ইবনে মিনহাল রহ………আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজোড়া রেশমী কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। তাঁর মুখমণ্ডলে অসন্তুষ্টির ভাব দেখতে পেয়ে আমি আমার (আত্মীয়) মহিলাদের মাঝে তা ভাগ করে দিয়ে দিলাম।