হাদীস নং ২৫০৪
ইবরাহীম ইবন মূসা (রঃ) …… জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী (সাঃ) . এর ওয়াতের পর আবূ বকর (রাঃ) এর কাছে (রাসূলুল্লাহ্ (সাঃ) ্ সাঃ) কর্তৃক নিয়োগকৃত বাহরাইনের শাসক) আলা ইবন হাযরামীর পক্ষ থেকে মালপত্র এসে পৌছল। তখন আবূ বরক (রাঃ) ঘোষণা করলেন, নাবী (সাঃ) . এর যিম্মায় কারো কোন ঋন (পাওনা) থাকলে কিংবা তার পক্ষ থেকে কোন ওয়াদা থাকলে সে যেন আমাদের কাছে এসে তা নিয়ে যায়। জাবির (রাঃ) বলেন, আমি বললাম, রাসূলুল্লাহ্ (সাঃ) আমাকে এরূপ, এরূপ এবং এরূপ দান করার ওয়াদা করেছিলেন। জাবির (রাঃ) তার দু’হাত তিনবার ছড়িয়ে দেখালেন। জাবির (রাঃ) বলেন, তখন তিনি (আবূ বকর) (রাঃ) আমার দু’হাতে গুণে গুণে পাচ শ দিলেন, আবার পাচ শ দিলেন, আবার পাচ’শ দিলেন।