হাদীস নং ২১৬২
ইসহাক রহ………আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রা. কিছু বরনী খেজুর নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন : এগুলো কোথায় পেলে ? বিলাল রা. বললেন, আমাদের নিকট কিছু নিকৃষ্ট মানের খেজুর ছিল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খাওয়ানোর উদ্দেশ্যে তা দু’ সা’ বিনিময়ে এক সা’ কিনেছি। একথা শুনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হায় ! হায় ! এটাতো একেবারে সূদ ! এটাতো একেবারে সূদ ! এরূপ করো না। যখন তুমি উৎকৃষ্ট খেজুর কিনতে চাও, তখন নিকৃষ্ট খেজুর ভিন্নভাবে বিক্রি করে দাও। তারপর সেই মূল্যের বিনিময়ে উৎকৃষ্ট খেজুর কিনে নাও।