হাদীস নং ২৪১২
আবু মামার রহ……….আযরা ইবনে সাবিত আনসারী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন ছুমামা ইবনে আবদুল্লাহ রহ.-এর কাছে গেলাম, তিনি আমাকে সুগন্ধি দিলেন এবং বললেন, আনাস রা. কখনো সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না । তিনি আরো বলেন, আর আনাস রা. বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ফিরিয়ে দিতেন না।