হাদীস নং ২৪১৪
মুসাদ্দাদ রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং তার প্রতিদানও দিতেন। আবু আবদুল্লাহ রহ. বলেন, ওয়াকী ও মুহাযির রহ. হিশাম তার পিতা সূত্রে আয়িশা রা. থেকে উল্লেখ করেননি।
হাদীস নং ২৪১৪
মুসাদ্দাদ রহ……….আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং তার প্রতিদানও দিতেন। আবু আবদুল্লাহ রহ. বলেন, ওয়াকী ও মুহাযির রহ. হিশাম তার পিতা সূত্রে আয়িশা রা. থেকে উল্লেখ করেননি।