হাদীস নং ২৩৯০
মুহাম্মদ ইবনে উবায়দুল্লাহ ও আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ……..আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের মধ্যে কেউ যখন লড়াই করবে, তখন সে যেন মুখমণ্ডলে আঘাত করা থেকে বিরত থাকে। আবু ইসহাক রহ. বলেন, ইবনে হারব রহ. বলেছেন, ইবনে ফুলান কথাটি ইবনে ওয়াহব রহ. বলেছেন এবং ইবনে ফুলান হলেন ইবনে সামআন রহ.।