১৮. গণিকাবৃত্তির বিশ্ব-অর্থনীতি

১৮. গণিকাবৃত্তির বিশ্ব-অর্থনীতি

গণিকাবৃত্তির বাজারে নারী নিজেকে পণ্য করে ফেলেছে সজ্ঞানে-অজ্ঞানে। মূল কারণ রাতারাতি ধনী হওয়ার লোভ আর যৌনলালসায়। তাই যৌনবাজার রমরমা। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জোগানের কোনো ঘাটতি নেই। স্কুল-কলেজের ছাত্রী, গৃহবধূ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত–সব শ্রেণি থেকে এখন নতুন পেশায় মেতেছে। শরীরটাকে উত্তরণের সিঁড়ি বানিয়ে নারী ক্রমশ আধুনিকতার দিকে এগিয়ে চলেছে, ফল্গু নদীর মতো অন্তঃসলিলা হয়ে।

সরাসরি দেহব্যাবসার মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আর্থিক লেনদেন হয়। Havocscope সূত্রে জানা যায়, সারা বিশ্বে শুধু শরীর বিক্রিতেই রেভিনিউ আদায় হয় ১৮৬ বিলিয়ন ডলার। এই হিসাব শুধুমাত্র নথিভুক্ত যৌনপেশায় যুক্তদের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ, সারা বিশ্বের ১৩,২৬৫,৯০০ জন দেহব্যবসায়ীদের হিসাবে। নথিভুক্ত যৌনজীবীদের হিসাব আরও কয়েকশো গুণ। বিশ্বের অনেক দেশে যাঁদের প্রধান আয় আসে যৌন পর্যটন থেকে। সেসব দেশে এখনও সরকারি তত্ত্বাবধানেই দেহব্যাবসা পরিচালিত হয়। এমনকি বাংলাদেশও এখন এ প্রথা অনুমোদন করেছে। গণিকাবৃত্তিতে আগ্রহী যে-কোনো ১৮ বছর বয়সোত্তীর্ণ নারীকে দেহ-ব্যাবসা চালানোর জন্য লাইসেন্স দিয়ে, সারা দেশে ১৪ টি গণিকালয় পরিচালনা করে এবং সেখান থেকে রেভিনিউ গ্রহণ করে।

পৃথিবীতে পতিতাবৃত্তি কিন্তু কোনো বিশেষের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ যখনই অস্থির ও বিপজ্জনক কোনো কিছুর সঙ্গে মোকাবিলা করার প্রয়োজন পড়েছে, তখনই কাজে লাগানো হয়েছে। আবার তাকে নানা কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কখনও আইন, কখনও পরিণতি প্রতিবন্ধকতা দেখিয়ে রোধ করার চেষ্টা করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে যৌনপেশাকে তাই আইনি আওতায় নেওয়া কথা বলা হয়েছে। আবার মার্কিনিরা এই বিষয়ে বেশ সাবলীল। কারণ এখানে যৌনপেশা আইনগতভাবে সিদ্ধ, এখানে আয়ারল্যান্ডের মতো অনুরোধ করাটা বরং আইন সিদ্ধ নয়। বিবিসি রিপোর্ট অনুসারে সুইডেনের স্টকহোমে গণিকাবৃত্তি এলাকার নারীদের সংখ্যা ৭০০ থেকে ৮০০। পরে আইনি আওতাভুক্ত হওয়ায় উৎসাহী পরিসংখ্যান কমিয়ে দেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে এই যৌনতাকে সংহতির জন্য কাজেও লাগানো হয়। এই সংহতি, শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা ভাগ করে নেওয়ার জন্য একজন যৌনসঙ্গী হিসাবে রোগীদেরকে যৌন সমস্যার সমাধান করতে সহায়তা করে। সেই থেরাপিতে যৌন সংসর্গ নাও থাকতে পারে। তবে ঘন ঘন কাউন্সেলিং, মনোবিজ্ঞান ও থেরাপির সাহায্যে যৌনতার ফিল্ডগুলো কাজ করে। এখানে বেশির ভাগই ‘surrogate’ মহিলা এবং অধিকাংশ ক্লায়েন্ট পুরুষ হয়, যদিও ব্যতিক্রম আছে। তবে এই ‘surrogates’ লড়াইয়ে শীর্ষস্থানে যৌনকর্মীরা আছেন।

বিশ্বের প্রায় ৪০ মিলিয়ন মানুষ (নারী ও পুরুষ) গণিকাবৃত্তিতে যুক্ত আছেন। পরিসংখ্যান বলছে ২.৫ মিলিয়ান নারী পাচারের সঙ্গে সম্পৃক্ত। এ যেন এক চরম বাণিজ্যিক ফসল। ঝুঁকিপূর্ণ এই ব্যবসায় বলা হয়েছে, ২ মিলিয়ান শিশু পাচারের শিকার হয়। সমীক্ষকরা এক জায়গায় পাচারের শোষণের কথা বলতে গিয়ে মর্মান্তিক ঘটনার উল্লেখ করেছে। পতিতাদের নাকি রোজ ৫০ জন গ্রাহকের সঙ্গে ঘুমাতে যৌনক্রীড়া করতে হয় এবং উপার্জনের সব টাকা দিয়ে দিতে হয়। সব টাকা না দিলে কাপড় ছিঁড়ে, লাঠি দিয়ে আঘাত করে, আর ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে দেওয়া হয়।

গণিকাবৃত্তিতে বয়সের গড় ১৩। কারণ এই বয়স যৌবনের আর সৌন্দর্যময় জীবনের সূত্রপাত। সময় পরিবর্তন হয়েছে, কিন্তু প্রতি ১০ জনের মধ্যে একজন এই পেশা সঙ্গে যুক্ত। তাঁর কারণ বর্তমানে প্রযুক্তির সহজলভ্যতা। এখন অনলাইনেই যৌনতা গোপনে কেনাবেচা করা যায়। অর্থ যেন শরীরসর্বস্ব হয়ে যায় এঁদের জীবনে। কিন্তু গড়ে ৮০ শতাংশ পুরুষ মহিলা ধর্ষণের শিকার হয়। এখানে গণিকাবৃত্তির অভিজ্ঞতা ধর্ষণ। ইতিহাস বলছে ধর্ষিত শ্রেণির মধ্যে সর্বাধিক শিকার হল নারী।

পাশ্চাত্য দেশগুলিতে বড়ো অঙ্কের টাকার হিসাব বলতে পুরুষদের সমানাধিকার স্বীকৃত। এটি তাদের ক্ষেত্রে এক দ্রুততম শিল্প। হাফিংটন পোস্টের রিপোর্ট অনুসারে পাঁচমাসে পাঁচ থেকে পঞ্চাশ হাজার ডলার তাদের উপার্জন করা সম্ভব। কলগার্লরা এক ঘণ্টায় ৫,৫০০ ডলার (প্রায় ৩৮৫৪৭৭ ভারতীয় রুপি) এক ঘণ্টায় উপার্জন করে। সংবেদনশীল প্রত্যাশাগুলি প্রশ্ন করে যে, সত্যিই কি ঘন্টায় এত রোজগার সম্ভব? সেখানে উত্তর আসে যে, এখানে দক্ষতা প্রয়োজন হয়। পরিসংখ্যান বলছে, পেশাভিত্তিক জীবনে এই পরিসেবার বাজার অন্যতম। পরিসংখ্যান আরও বলছে, উচ্চমানের পতিতারা ৪০,০০০ ডলারের (প্রায় ২৮০৬৩৮০ ভারতীয় রুপি) বেশি আয় করে। এমনকি একজন কলগার্ল একজন চাকরিরত পুরুষকে অবাঞ্ছিত বলে মনে করে। এক জায়গায় বলা হয়েছে যে, যৌনকর্মীরা কখনও বাড়ির বউ হবে না। কিন্তু পরিসংখ্যান বলছে, বিয়ের বাজারে উপার্জনের সুযোগে খরচ মেটানোর জন্য গণিকাবৃত্তি এক অন্যতম পেশা। তবে এই পেশার নারীরা কেবল সৌন্দর্যময়ই নয়, বরং বুদ্ধিমত্তা আর পরিশ্রমের প্রতীক। অনেকসময় এই অর্থ প্রাপ্তির জন্য মেয়েরা স্টাইলিস হয়। চুল কাটা, নিজেদের পরিচ্ছন্ন রাখা, এমনকি প্ল্যাস্টিক অস্ত্রোপচারে তাঁরা অনেক অর্থ ব্যয় করে। কিন্তু এ সত্ত্বেও অনেকে নির্যাতনের শিকার। অর্থ থেকে এই শারীরিক ব্যাবসা পণ্যের বাজারে শিল্প হিসাবে ধরা দেয়। তবে ২০১৪ সালের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণিকাবৃত্তির গড়মূল্য ঘণ্টায় ২০০ ডলার (প্রায় ১৪০৩১ ভারতীয় রুপি)। ইউরোপীয় ইউনিয়নের গড় মূল্য ঘণ্টায় ২৫০ ডলার।

থাইল্যান্ডের শহরে গণিকাবৃত্তিতে নিবিষ্ট গ্রামীণ নারীরা বছরে তাঁদের উপার্জন থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার গ্রামে তাঁদের পরিবারের কাছে পাঠান। ১৯৯৩-১৯৯৪ সময়কালে দেশগুলি গণিকাবৃত্তি থেকে বছরে ২২.৫ বিলিয়ন থেকে ২৭ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে।

গণিকাবৃত্তি থেকে কত রাজস্ব সংগ্রহ হয় সারা বিশ্বে? এই গণিকাবৃত্তি ফলে বিশ্বব্যাপী রাজস্ব (Revenue) সংগ্রহ হয় প্রায় ১৮৬ বিলিয়ন ডলার। গণিকাবৃত্তি রাজস্ব যেখানে দেশগুলির কাছ থেকে আনুমানিক বাজার মূল্য যুক্ত করে ‘Havocscope’ বিশ্বের গণিকাবৃত্তির আয় হিসাব করে। রাজস্বের অনুমানগুলি জনস্বাস্থ্য কর্মসূচি, আইন প্রয়োগকারী উদ্যোগ এবং অন্যান্য ফৌজদারি বিচার প্রোগ্রামগুলির পাশাপাশি মিডিয়া রিপোর্টগুলির একটি বিস্তৃত উৎস থেকে আসে। আমরা এখন দেখব কোন্ দেশ কত পরিমাণ রাজস্ব সংগ্রহ করে–(১) চিন ৭৩ বিলিয়ন ডলার, (২) স্পেন ২৬.৫ বিলিয়ন ডলার, (৩) জাপান ২৪ বিলিয়ন ডলার, (৪) জার্মানি ১৮ বিলিয়ন ডলার, (৫) আমেরিকা ১৪.৬ বিলিয়ন ডলার, (৬) দক্ষিণ কোরিয়া ১২ বিলিয়ন ডলার, (৭) ভারত ৮.৪ বিলিয়ন ডলার, (৮) থাইল্যান্ড ৬.৪ বিলিয়ন ডলার, (৯) ফিলিপিনস ৬ বিলিয়ন ডলার, (১০) তুরস্ক ৪ বিলিয়ন ডলার, (১১) সুইজারল্যান্ড ৩.৫ বিলিয়ন ডলার, (১২) ইন্দোনেশিয়া ২.২৫ বিলিয়ন ডলার, (১৩) তাইওয়ান ১.৮৪ বিলিয়ন ডলার, (১৪) ইউক্রেন ১.৫ বিলিয়ন ডলার, (১৫) বুলগেরিয়া ১.৩ বিলিয়ন ডলার, (১৬) ব্রিটেন ১ বিলিয়ন ডলার, (১৭) নেদারল্যান্ড ৮০০ মিলিয়ন ডলার, (১৮) ইতালি ৬০০ মিলিয়ন ডলার, (১৯) কাম্বোডিয়া ৫১১ মিলিয়ন ডলার, (২০) ইসরায়েল ৫০০ মিলিয়ন ডলার, (২১) আয়ারল্যান্ড ৩২৬ মিলিয়ন ডলার, চেক প্রজাতন্ত্র ২০০ মিলিয়ন ডলার, (২২) জামাইকা ৫৪ মিলিয়ন ডলার, (২৩) অস্ট্রেলিয়া ২৭ মিলিয়ন Golf (Source : Prostitution: Prices and Statistics of the Global Sex Trade)

২০০৭ সালে কোরিয়াতে ১৪ ট্রিলিয়ন দক্ষিণ কোরিয়ান যৌন-বাণিজ্যের মাধ্যমে অর্জন করেছে ১৩ বিলিয়ন ডলার (আনুমানিক), যা দেশটির মোট দেশীয় উৎপাদনের মোট ১.৬%। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২৩.১% পুরুষ এবং ২.৬% নারীর যৌনপেশার মধ্য দিয়ে তাঁদের প্রথম যৌন অভিজ্ঞতা হয়েছে। একই সময়ের মধ্যে জনসংখ্যার যৌনকর্মীদের সংখ্যা ১৮%। অর্থাৎ ২,৬৯,০০০ ছাড়িয়ে গেছে। ২০০৭ সালে যৌন-ব্যাবসার লেনদেনের পরিমাণ ছিল ৯৪ মিলিয়ন ডলার, যা ২০০২ সালে ১৭০ মিলিয়ন ডলার থেকেও কম।

এবার একনজরে দেখে নিতে পারি পৃথিবীর দেশগুলিতে যৌনকর্মীদের গড়মূল্য কত?–(১) আলবেনিয়া : $ ৫০ (এক ঘণ্টায় জন্য), (২) আর্জেন্টিনা : $ ৩০, (৩) অস্ট্রেলিয়া : $ ১৫০ প্রতি ঘণ্টা (এশিয়ান মহিলা জন্য); $ ৩০০ (ককেশীয় মহিলার জন্য), (৪) অস্ট্রিয়া : $ ৭৫ (গণিকাগৃহে দ্রুত সেক্সের জন্য), (৫) বাংলাদেশ : $ ০.৬০ থেকে $ ৩, (৬) ব্রাজিল : যুবতী মেয়েদের জন্য ৫.৫০ ডলার, (৭) ব্রাজিল–ব্রোথেল (রিও): সেন্ট্রালার এ $ ৬০ এন্ট্রি ফি, (৮) ব্রাজিল (ভিলা মিমোসা, রিও) : $ ২০, (৯) বেলারুশিয়ান : $ ৭০ এক ঘণ্টা (গণিকালয়ে), (১০) বেলজিয়াম : রেড লাইট এরিয়াতে $ ৩৫ থেকে $ ৭০, (১১) বেলিজ : $ ২০ (পতিতালয়ে), (১২) ব্রাজিল : $ ১০, (১৩) বুলগেরিয়া : একটি জিপসি সড়ক হুইয়ারের জন্য $ ২৫, (১৪)। কম্বোডিয়া : প্রায় $ ১৫ থেকে ২৫ ডলার (আরডিএল গ্রহণের সময়ে) $ ৫০ (‘স্বল্প সময়ের জন্য’ অথবা সারা রাতে) পর্যন্ত, (১৫) কানাডা : $ ৫০ সড়ক গণিকাবৃত্তি (অধিকাংশ আদিবাসী), $ ২৫০ থেকে $ ৩৫০ এক ঘন্টায়, (১৬) চিন (বেইজিং) : $ ১০০ থেকে $ ৪০০ (এসকোর্ট সংস্থার জন্য), (১৭) চিন : হোটেল স্পা $ ১৩০, (১৮) চিন (সাংহাই) : $ ৬৫০ থেকে $ ১,৬০০, (১৯) চিলি : $ ২৫ (ম্যাসেজ পার্লার ), (২০) কলম্বিয়া : $ ২০০ (ভার্জিন গার্ল সঙ্গে), (২১) কোস্টা রিকা : $ ৩০ (ইয়াং স্ট্রিট হুঁকার), (২২) ক্রোয়েশিয়া : $ ৮০ (বেসরকারি অ্যাপার্টমেন্টে এসকর্ট), (২৩) কিউবা : দ্রুততম জন্য $ ২০ থেকে ৪০ এবং সারা রাত $ ৫০ থেকে $ ১৫০ (২৪) সাইপ্রাস : $ ৭০ থেকে $ ৮০ (সাইপ্রাসের উত্তর দিকের পতিতালয়ে), (২৫) ডেনমার্ক : $ ১৫০ থেকে $ ২০০ প্রতি ঘণ্টায়, (২৬) দুবাই : $ ৮০ থেকে $ ১৫০ (স্টুডিও ফ্লাটে), (২৭) মিশর : $ ২০০ থেকে $ ৪০০ (পর্যটকদের জন্য) এবং $ ২০-এর নীচে (স্থানীয়দের জন্য), (২৮) এস্টোনিয়া : $ ৩০ থেকে $ ৪০ (রাস্তার হুয়াইকার) এবং $ ৮০ থেকে $ ১০০ এক ঘন্টার (প্রাইভেট অ্যাপার্টটেন্ট), (২৯) ফিনল্যান্ড : $ ২৫০ থেকে $ ৩৫০ এক ঘণ্টায় জন্য, (৩০) ফ্রান্স (কান) : $ ৪০,০০০ পর্যন্ত (রাতের জন্য) (৩১) জার্মানিঃ $ ৪০ থেক $ ৬৫ (রেড লাইট জেলাগুলিতে), (৩২) গ্রিস : $ ১৫ থেকে $ ২০ (৩৩) হংকং : $ ২৩২ ডলারে $ ৪০ (হোস্টেস্ট বারে এক-রুমের ব্রোশেল থেকে), (৩৪) হাঙ্গেরি : রাস্তায় $ 30-40, (৩৫) ভারত : $ ১০০০ (কুমারী জন্য), $ ১ থেকে $ ৪ (বয়স্কদের জন্য), (৩৬) ভারত–কলকাতা, কলকাতা গণিকাবৃত্তি আয় : প্রতিদিন $ ২ (৩৬) ভারত–(অনলাইন) : দুই ঘণ্টার জন্য $ ৫০০ পর্যন্ত, (৩৭)। ইন্দোনেশিয়া : $ ৭৮৪ থেকে $ ১,১২০ প্রতি মাসে, (৩৮) ইরান: $ ২০ থেকে $ ৪০ (এলাকার উপর নির্ভর করে। ইরানের সেক্স মূল্য অনেকটা পরিবর্তিত হয়), (৩৯) ইরাক : প্রতি সেশন $ ১০০ থেকে $ ২০০ প্রতি রাতের জন্য, (৪০) আয়ারল্যান্ড : $ ৪৫ থেকে $ ১৩০ (পুরুষ যৌনকর্মী দ্বারা), (৪১) আয়ারল্যান্ড (লিমেরিক) : $ ১০৭ থেকে $ ১৩৩ (অনলাইন), $ ৪০ থেকে $ ৬৬ (রাস্তার মূল্য)। (৪২) ইতালি–$ ৩০ দ্রুতগতির জন্য (হাইওয়ে রাস্তার পাশে জিপসি স্ট্রিট হুয়াইকার) (৪৩) জাপান : এক ঘণ্টার জন্য $ ১২৫ (দক্ষিণ কোরীয় গণিকা দিয়ে), ছোটো মেয়েদের সঙ্গে যৌনকর্মের জন্য $ ১০০, (৪৪) জর্দান: $ ১০০০ পর্যন্ত (ফিলিপিনো নারীদের জন্য), (৪৫) কেনিয়া : $ ৫ থেকে $ ২৫ (তরুণী উগান্ডা মেয়ে সঙ্গে সেক্সের জন্য), (৪৬) কুর্দিস্তান : $ ১৫০ (ইরাকে, তবে কুর্দিশ অঞ্চলের অন্যান্য এলাকায় আরও সস্তা), (৪৭) কুয়েত: $ ৫০০ থেকে $ ৭০০ প্রতি ঘণ্টার জন্য, (৪৮) লাতভিয়া : $ ৫০ (ইন কল), (৪৯) রাশিয়া : $ ৩০ থেকে $ ৫০, (৫০) মাদাগাস্কার : $ ১৫ (এক সেশনের জন্য), (৫১) মালদ্বীপ : $ ১০ (তরুণী মেয়ে), (৫২) মালি : $ ২ থেকে $ ৪ (তরুণ হুইয়ার জন্য), (৫৩) মালয়েশিয়ায় : $ ১০০ (যুবতী মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার জন্য), (৫৪) মেক্সিকো : $ ৩০, (৫৫) মোন্দাভিয়া : $ ৩০ (রাস্তায়), (৫৬) মোনাকো : $ ৬০০০ থেকে ১২০০০ (রাতের বিলাসিতা এসকর্টদের জন্য), (৫৭) মরোক্কো : $ ২৫ থেকে শুরু, (৫৮) নেপাল : প্রায় $ ২০ থেকে $ ২৫ (রাস্তার), (৫৯) নেদারল্যান্ডস (আমস্টারডাম) : $ ৪৫ থেকে $ ৭০ (১৫ মিনিটের জন্য, (৬০) নেপাল : নেপালি যুবকের সঙ্গে যৌনকর্মের জন্য), (৬১) ইতালি : $ ১৩ (নাইজেরিয়ান নারী প্রতি লেনদেনের জন্য) (৬৩) আইভরি কোস্ট : $ ২ (নাইজেরিয়ান নারীদের প্রতি কাজে) (৬৪) নরওয়ে : $ ১০ থেকে $ ৫০ (আফ্রিকান রাস্তার মেয়েরা); $ ২৫০ (অনলাইন ইনকল বেশিরভাগ পূর্ব ইউরোপীয়); $ ৪০০ (নেটিভ নরওয়েজিয়ান মেয়েরা) (৬৫) ওমান : $ ২৫ থেকে $ ৩৫ (অল্প সময়ের জন্য) এবং $ ১৫০ (চিনা যৌনকর্মীদের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য) (৬৬) পাকিস্তান: $ ৬ (স্থানীয়দের জন্য, পর্যটক আরও বেশি অর্থ প্রদান করে), (৬৭) পানামা : $ ২০০ থেকে $ ৩০০ (স্ট্রিপ ক্লাবের জন্য), (৬৮) পেরু : $ ৫০ (গণিকালয়ে প্রতি ঘণ্টায়), (৬৯) ফিলিপিন্স (উপকণ্ঠে) $ ৬ থেকে $ ১৫ (রাস্তার হুইয়ার); $ ৪০ (নাইট ক্লাবের ফ্রিল্যান্সার মেয়েরা), (৭০) পোল্যান্ড : $ ৪০ (একটি গণিকাগৃহে মধ্যে একবার যৌনসঙ্গমের জন্য), (৭১) পর্তুগাল : $ ৩৫, (৭২) কাতার : $ ৫৫ থেকে $ ৮০ (বারের মেয়ে), (৭৩) ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্র : $ ২০, (৭৪) রোমানিয়া: $ ২৫ থেকে $ ৩০ (রাস্তায় গণিকা), (৭৫) রাশিয়া : $ ৬০ থেকে $ ১০০ (গণিকালয়ে এক ঘণ্টার জন্য) (৭৬) স্কটল্যান্ড : $ ৪৮, (৭৭) সিঙ্গাপুর : $ ২৫০০০ ( তিনদিনের সফরের জন্য); $ ৪৭ থেকে $ ৫৫ (তরুণীদের জন্য), (৭৮) সিঙ্গাপুর : $ ১১১ থেকে $ ১১৯ (অনলাইনে ৯০ মিনিটের জন্য), (৭৯) দক্ষিণ কোরিয়া (দক্ষিণ সিউল) : $ ১১৭, (৮০) দক্ষিণ কোরিয়া : $ ২৭৫ (অল্পবয়স্ক মেয়ে), (৮১) স্পেন (মাদ্রিদ) : $ ৩৫, (৮২) সুরিনাম : এক গ্রাম স্বর্ণ, (৮৩) সুইজারল্যান্ড : $ ১০০, (৮৪) সিরিয়ার নারী : $ ৭ (শরণার্থী শিবিরে), (৮৫) তাইওয়ান : $ ৩৪৪ (দক্ষিণ কোরীয় প্রবাল্টি জন্য), (৮৬) থাইল্যান্ড : $ ৩০ থেকে $ ৬০ (বারগার্ল), (৮৭) তুরস্ক : $ ৫০০ (ভিআইপি সেবার জন্য) এবং $ ২০ (রেড লাইট এরিয়া), (৮৮) তিউনিশিয়া : $ ১৫ থেকে $ ২৫, (৮৯) ইউক্রেইন্ : $ ১২৪ থেকে $ ২৪৮ (বিদেশি ভাষাভাষী যৌনকর্মীর জন্য), (৯০) ইউনাইটেড কিংডম : $ ৩০, (৯১) মার্কিন যুক্তরাষ্ট্র : $ ৪০ থেকে $ ১০০ (রাস্তায় গণিকাবৃত্তি জন্য); প্রতি ঘণ্টায় $ ৫০০ (ইন্ডিয়ানাপোলিসে হাই-এন্ড এসকোর্ট); $ ১০,০০০ এক রাতের জন্যে (NYC মধ্যে সর্বোচ্চ এসকর্ট); $ ২০০ থেকে $ ৬০০ (নেভাদা মধ্যে বৈধ ব্রোথেল); $ ১৫০ থেকে $ ৩০০ (ম্যাসেজ পার্লার : ওরাল সেক্স এবং ইন্টারকোর্স সম্পর্কের জন্য); $ ৮,০০০ থেকে $ ১০,০০০ (ম্যাসেজ পার্লারের ওয়ার্কার); $ ৪০ (মিনেসোটার তরুণ মেয়েদের সঙ্গে ওরাল সেক্সের জন্য); $ ৪০ থেকে $ ৮০ (হাউস্টন, টেক্সাসের রাস্তায় যৌনকর্মীর সঙ্গে)।

পরিসংখ্যান বলছে, শিকাগো শহরে সেক্স ব্যাবসায় উপর আলোকপাত করে। এখানে গণিকাবৃত্তি বাজার কেবলমাত্র ব্যাবসার কাজ করে। বাজার সবসময় ক্রেতা আর বিক্রেতা দ্বারা পরিবেষ্টিত থাকে। এখানে লেনদেন একসঙ্গে পারস্পরিকভাবে চলে। এখানে চার্জ নির্ধারিত হয় আলোচনা, কন্ডোম সবকিছুর উপর নির্ভর করে। তবে গণিকারা তাঁদের নিজেদের জন্য ক্রেতাদের খুঁজে নেয়। সম্প্রতি এক গবেষণায় শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন ডি লেভিত এবং সুধীর আল্লাদি ভেঙ্কটেশ্বর শিকাগোর পুলিশ বিভাগ থেকে সর্বজনীনভাবে নির্ভরযোগ্য তথ্য বলছে, ১৬০ জন গণিকা দ্বারা পরিচালিত ২০০ টি গণিকাগৃহ বর্তমান। এঁরা ট্র্যাডিশনাল মার্কেটিং চানেলে সহজলভ্য নয়। তবে শপিংমলের দোকানে এরা যথেষ্ট পরিচিত। গণিকাবৃত্তিতে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকলেও মাদক বিক্রয়ে এরা সম্পৃক্ত নয়। রোজল্যান্ডের গণিকারা বাইরের কাজ করে না, যদিও পুলেমানের সমস্ত রাস্তার গণিকারা কাজ করে।

7 Comments
Collapse Comments

আমিও এতে যোগদান করতে চাই

কিভাবে সম্ভব এই কাজ টা পাওয়া একটু জানাবেন প্লিজ আমি ইচ্ছুক

মো.আবির রহমান October 27, 2023 at 4:02 am

আমি যোগদান করতে চাই

আমি কাজ করতে চাই

আমি কাজ করতে চাই

আমিও এই কাজ করতে চাই কিভাবে করব জানি না কেউ জানলে আমাকে জানাবেন প্লিজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *