হেনরি কিং-এর অকালমৃত্যু
হেনরি কিং-এর মাত্র একটি বদ অভ্যাস
দড়ি-কাছি হাতে পেলে করে তারে গ্রাস।
একদিন এক রজ্জুখণ্ড পেটের মধ্যে গিয়ে
রয়ে গেল সেইখানেই বিশ্রী জট পাকিয়ে।
সেরা বৈদ্য হাকিমের হল আগমন
রোগী দেখে করে তারা শির সঞ্চালন।
সকলেরই এক মত—এ এমন ব্যাধি
যার কাছে হার মানে ঔষধ ইত্যাদি;
এ ব্যাধির শেষ হবে রোগী গেলে মারা।
শুনি কথা পিতা মাতা প্রস্তরের পারা।
প্রাণাধিকেষুর হবে অকাল মরণ
অমোঘ প্রমাণ হবে বিধির লিখন!
শেষ শ্বাস ত্যজিবার এসেছে সময়
হেনকালে হেনরি কিং চক্ষু মেলি কয়—
‘আছ যারা উপস্থিত সবারে জানাই
বিধিমতো ভোজনেতে কোনো দোষ নাই;
খাদ্যভ্রমে রজ্জু যদি করহ ভক্ষণ—’
এতেক বলিয়া হেনরি মুদিল নয়ন॥
[হিলেয়ার বেলকের ‘হেনরি কিং’ অবলম্বনে]