রামপাগলের গান

রামপাগলের গান

দাদা, পষ্ট চোখে দেখছি হাতির ছানা
পাতার ভেঁপু বাজায় মিঠি মিঠি,
আবার চেয়ে দেখছি আরে না তো
এ যে আমার মোকদ্দমার চিঠি!
(দাদা, ভাগ্য আমার এ কী?
জীবনটা কি বুঝতে হবে ষোল আনাই মেকী?)
দাদা, পষ্ট চোখে দেখছি বুনো মোষে
উঠছে বেয়ে গির্জেবাড়ির চুড়ো,
আবার চেয়ে দেখছি আরে না তো
এ যে আমার আপন পিসের খুড়ো!
(খুড়ো, যাও তো এখান থেকে
নইলে বাপু, বলছি তোমায় আনব পুলিশ ডেকে।)
দাদা, পষ্ট চোখে দেখছি কৃকলাসে
লিখছে বসে অশ্বঘোষের টীকা,
আবার চেয়ে দেখছি আরে এ যে
আসছে-কালের সন্ধ্যা সাত ঘটিকা!
(দাদা, চুপটি করে থাকো
এটার সাথে বললে কথা জবাব পাবে নাকো।)
দাদা, পষ্ট চোখে দেখছি কেরানিটা
ঢুলছে বসে ডবল-ডেকার বাসে,
আবার চেয়ে দেখছি আরে এ যে
সিন্ধুঘোটক শিং বাগিয়ে আসে!
(দাদা, ওটার যেমন খাই,
খাদ্যে আমার ভাগ বসালে আমি তো আর নাই।)
দাদা, পষ্ট চোখে দেখছি ক্যাঙারুটা
কলুর ঘানি টানছে ঘ্যানর ঘ্যান,
আবার চেয়ে দেখছি আরে এ যে
খ্যান্তপিসির পান্তা ভাতের ফ্যান!
(দাদা, এই কি আমার খাবার?
তাই যদি হয় বাঁচায় আমায় সাধ্যি কার বাবার?)
দাদা, পষ্ট চোখে দেখছি জুড়িগাড়ি
থামল এসে তক্তাপোশের ধারে,
আবার চেয়ে দেখছি আরে এ কী
জাম্বুবানের মুণ্ডু তো নেই ঘাড়ে!
(ওটার নাই-বা থাকুক মুড়ো,
ধড়ের যদি লাগল খিদে দাও-না চালের গুঁড়ো।)
দাদা, পষ্ট চোখে দেখছি হাড়গিলেটা
ফড়ফড়িয়ে আলোর পানে ধায়,
আবার চেয়ে দেখছি আরে এ যে
ছাপ পড়েছে ডাকের টিকিটটায়!
(দাদা, যাও-না তুমি নিচে,
ছাদের ’পরে বাদলা ছাঁটে ভিজছ কেন মিছে?)
দাদা, পষ্ট চোখে দেখছি ফটকখানা
মধ্যিখানে মানুষগলা ফাঁক,
আবার চেয়ে দেখছি, আরে না না
এ যে আমার শুভঙ্করীর আঁক!
(এটা যায় নি আগে বোঝা
আজকে হঠাৎ মালুম হল জলের মত সোজা।)
দাদা, পষ্ট চোখে দেখছি গনৎকারে
বলছে তুমি হচ্ছ মহারাজা, আবার চেয়ে দেখছি আরে এ যে
ঠোঙায় ভরা চীনেবাদাম ভাজা!
(যেমন বুঝছি রকমফের,
দাদা, এই দুনিয়ায় টিকতে হলে ঝক্কি আছে ঢের।)

[A Mad Gardener’s Song অবলম্বনে]

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *