তিন ভিখিরি
তিন বুড়ো ভিখিরিতে এল গোয়ালন্দ
তিনটেই খোঁড়া আর তিনটেই অন্ধ।
হয়ত বা জুটে যেত টাকা আনা পাইটা।
সব ফাঁস করে দিল শিং নাড়া গাইটা।—
নিমেষেতে ভেস্তায় ভিক্ষের ফিকিরই
চোখ খুলে চম্পট দেয় তিন ভিখিরি।
[ডার্মি টমসনের ‘থ্রি পুওর বেগারমেন’ অবলম্বনে]