1 of 2

যমপুকুর ব্রত

যমপুকুর ব্রত

কার্তিক মাসের ব্রত

ব্রতকাল ও ব্রত উদযাপন—আশ্বিন সংক্রান্তি (আশ্বিন মাসের শেষ দিন), অথবা কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত রোজ যমপুকুর ব্রত করতে হয়। চার বৎসর পরে হয় ব্রত উদযাপন। ব্রত উদযাপনের সময় চারজন ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা দিতে হয়, আর এক কাহন কড়ি দিয়ে ব্রত উদযাপন করে সেই কড়ি দিতে হয় ভাইকে। কোথাও কোথাও রাখালকেও দেয় কাপড়, জুতো, ছাতা, পাঁচনবাড়ি, আর দশকড়া কড়ি।

ব্রত-অনুষ্ঠান: বাড়ির উঠোনে, কী বাগানে, নয় তো পুকুরপাড়ে কুমারী নিজ হাতের একহাত চৌকো পুকুর কাটবে। চারপাশে করবে চারটি ঘাট। পুকুরের মাঝখানে পুঁতে দেবে কচুগাছ, হলুদগাছ, হিংচে, কলমি আর সুষনি গাছ। (কলাগাছ, মানকচুগাছ, আর তুলসীগাছও দেওয়া যায়) তারপর জল ঢেলে পুকুর ভরাবে। ছোটো-ছোটো পুতুল গড়িয়ে পুকুরের চারধারে বসাবে সে সব,—দক্ষিণদিকের ঘাটের উপর থাকবে যমরাজ, যমরানি আর যমের মাসির পুতুল; উত্তরদিকের ঘাটের উপর থাকবে মেছো আর মেছুনি যেন মাছ ধরছে এই রকমের পুতুল; পূর্বদিকের ঘাটের উপর পুতুল থাকবে যেন ধোপা আর ধোপানি কাপড় কাচছে আর শেকো-শেকোনী আছে বসে; পশ্চিমদিকের ঘাটে থাকবে কাক, বক, চিল, কুমির, কচ্ছপ, আর হাঙরের পুতুল।

তারপর ব্রত অনুষ্ঠানের সময় পুকুরের চারকোণে পুঁতে দেবে চারকড়া কড়ি, চারখানা হলুদ, আর চারটি সুপারি। পুকুরপাড়ে জ্বেলে দেবে প্রদীপ (কোথাও কোথাও প্রদীপ দেয় না)।

এবার পুকুরপাড়ে পূর্বমুখ কি উত্তরমুখ হয়ে বসে পূজা আরম্ভ করবে।

পূজার মন্ত্র

১. পুকুরে জল দেবার মন্ত্র:

সুষনি কলমি লহ লহ করে।
রাজার বেটা পক্ষী মারে।।
মারণ পক্ষী সুকোর বিল।
সোনার কৌটো রুপোর খিল।
খিল খুলতে হাতে গেল ছড়।
আমার বাপ-ভাই হোক লক্ষেশ্বর।।

২. গাছে জল দেবার মন্ত্র:

কালো কচু সাদা কচু লহ লহ করে।
রাজার বেটা পক্ষী মারে।।
মারণ পক্ষী সুকোর বিল।
সোনার কৌটো রুপোর খিল।।
খিল খুলতে হাতে গেল ছড়।
আমার বাপ-ভাই হোক লক্ষেশ্বর।।
লক্ষ লক্ষ দিলে বর।
ধনে-পুত্রে বাড়ুক ঘর।।

এবার মন্ত্র পড়ে ফুল দিয়ে একে একে সব কয়টি পুতুলের—এমনকী কাক, বক, চিলেরও পুজো করবে।

৩. ফুল দেবার মন্ত্র:

যমরাজা সাক্ষী থেকো যম-পুকুরটি পুজি।
যমরানি সাক্ষী থেকো যম-পুকুরটি পুজি।
যমের মাসি সাক্ষী থেকো যম-পুকুরটি পুজি।।
যম-পুকুর পুজ্যন।
সোনার থালে ভুজ্যন।।
সোনার থালে ক্ষীড়ের নাড়ু।
শাঁখার উপর সুবর্ণের খাড়ু।।
চারিকোণা পুকুরটি টুবু টুবু করে
ভবানীর পাখিটি আনাগোনা করে।।
এ পুকুরটি কী?
ভাগ্যবতী পুজেছিল জল ঘটিটি দি।।

যমপুকুর ব্রত সমাপ্ত।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *