পত্র-১৩
০১.০৬.৮৭
রাজাবাজার
সকাল
ভেবেছিলাম মানসিকভাবে সম্পূর্ন বিচ্ছিন্ন হলে কষ্ট কমবে, ভালো থাকবো। কিন্তু হলো না। দরোজায় তোমার অবয়বটি অদৃশ্য হবার মুহূর্ত থেকে আরো বেশি কষ্ট এসে চেপে বসেছে।
মাঝে মাঝে মনে হয় বুঝি ভারসাম্য হারিয়ে ফেলবো। ভীষন এক অবসাদ আর নৈরাশ্যে আক্রান্ত হয়ে পড়েছি। কিছুতেই সারাতে পারছি না।
তুমি কি খুব ভালো আছো? ভালো থাকো? সেই তুমি যাবার পর থেকে একা একা এতোদিন থাকলাম। সারাদিনই বাসায় থেকেছি। তোমার স্মৃতির ভেতরে, তোমার স্পর্শের ভেতরে। আজ খামারে চ’লে যাবো।
তোমার চিঠি পেলে ভালো লাগবে। লিখতে ইচ্ছে হলে আমিও লিখবো। তোমার যদি ইচ্ছে হয়, ভালো লাগে বাসায় এসো।
বিশ্বাস করো, এতো কষ্ট নিয়ে জীবন যাপন সত্যিই বিপদজনক। ভালো থেকো। আদোর।
তোমার অন্ধকার