শুনিয়া আকাশ বাণী শনির ভারতী।
ডাকিয়া বলিল রাজা চিন্তাদেবী প্রতি।।
যতেক কহিল শনি, প্রত্যক্ষ হইল।
রাজ্যনাশ বনবাস সর্ব্বনাশ কৈল।।
বিবাদ করিয়া যদি দোঁহে না আসিবে।
তবে কেন চিন্তাদেবী এমত হইবে।।
আমার কুদিন হল বিধির ঘটনা।
নৈলে কেন দ্বন্দ্ব করি আসিবে দুজনা।।
ভাবিয়া চিন্তিয়া দেবি কি হইবে আর।
নিজ কর্ম্মার্জ্জিত পাপ হয় ভুঞ্জিবার।।
কারণ করণ কর্ত্তা দেব গদাধর।
আমার একান্ত ভার তাঁহার উপর।।
ধর্ম্মে বিচলিত মন নহেত আমার।
নিজকর্ম্মে দুঃখ পাই, কি দোষ তাঁহার।।
চিন্তাযুক্ত হয়ে রাজা বঞ্চেন কানন।
ফলমূল আহারেতে করেন যাপন।।
ধর্ম্মচিন্তা করে রাজা, স্মরে বিধাতায়।
এইরূপে পঞ্চ বর্ষ নানা দুঃখ পায়।।
মহাভারতের কথা অমৃত সমান।
কাশীরাম দাস কহে, শুনে পুণ্যবান।।
পূর্ববর্তী:
« ০১৪. শ্রীবৎসের প্রতি শনির বাক্য
« ০১৪. শ্রীবৎসের প্রতি শনির বাক্য
পরবর্তী:
০১৬. শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলয়ে স্থিতি »
০১৬. শ্রীবৎস রাজার কাঠুরিয়া আলয়ে স্থিতি »
Leave a Reply