106.002

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।
(And with all those Allâh’s Grace and Protections for their taming, We cause) the (Quraish) caravans to set forth safe in winter (to the south), and in summer (to the north without any fear),

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ
Eelafihim rihlata alshshita-i waalssayfi

YUSUFALI: Their covenants (covering) journeys by winter and summer,-
PICKTHAL: For their taming (We cause) the caravans to set forth in winter and summer.
SHAKIR: Their protection during their trading caravans in the winter and the summer–
KHALIFA: The way they cherish the caravans of the winter and the summer.

২। তাদের চুক্তির [ অর্ন্তভূক্ত ] হচ্ছে শীত ও গ্রীষ্মকালে [ বাণিজ্যের জন্য ] বিদেশ গমন, ৬২৭৭

৬২৭৭। উপরের টিকার ২ নম্বর বক্তব্যটি লক্ষ্য করুণ, কোরাইশরা ছিলো ব্যবসায়ী, তাদের ব্যবসার কাফেলা শীতকালে ইয়েমেনের উষ্ণ অঞ্চলে এবং গরম কালে সিরিয়ার ঠান্ডা স্থানে গমন করতো। কোরাইশদের বাণিজ্য উপলক্ষে সারা বৎসরই ভ্রমণ করতে হতো। যার ফলে তারা বিভিন্ন সংস্কৃতি ও ভাষার সংস্পর্শে আসার সুযোগ লাভ করে এবং তাদের ভাষাকে সর্বাঙ্গীণ সুন্দর করার সুযোগ পায়।