হাদীস নং ১৯১৮
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ……আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি ঋতুবতী অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চুল আঁচড়িয়ে দিতেন। ঐ সময়ে তিনি মসজিদে ইতিকাফ অবস্থায় থাকতেন আর আয়িশা রা. তাঁর হুজরায় অবস্থান করতেন। তিনি আয়িশা রা.-এর দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন।