হাদীস নং ১৭৭২
কুতাইবা ইবনে সাঈদ রহ……..আয়িশা রা. থেকে বর্ণিত যে, জাহিলী যুগে কুরাইশগণ আশুরার দিন সাওম পালন করত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও পরে এ সাওম পালনের নির্দেশ দেন। অবশেষে রমযানের সিয়াম ফরয হলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : যার ইচ্ছা আশুরার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সাওম পালন করবে না।