হাদীস নং ১৭৬৪
আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ…….আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : হে আল্লাহ ! মক্কাতে তুমি যে বরকত দান করেছ, মদীনাতে এর দ্বিগুণ বরকত দাও। উসমান ইবনে উমর রা. ইউনুস রহ. থেকে হাদীসটি জাবির রা.-এর মতই বর্ণনা করেছেন।