হাদীস নং ১৪২৭
ইবরাহীম ইবনে মূসা রহ………..জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তালবিয়া পাঠ যুল-হুলাইফা থেকে শুরু হত যখন তাঁর বাহন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়াত। হাদীসটি আনাস ও ইবনে আব্বাস রা. বর্ণনা করেছেন অর্থাৎ ইবরাহীম ইবনে মূসা রহ.-এর বর্ণিত হাদীসটি।