হাদীস নং ১৯১৪
ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ……….উমর ইবনে খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : তোমার মানত পুরা কর। তিনি এক রাতের ইতিকাফ করলেন।