হাদীস নং ১৪৩৭
আলী ও আহমদ রহ………..আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীকাতের সীমা নির্ধারিত করেছেন। তিনি বলেন, মদীনাবাসীদের মীকাত হল যুল-হুলাইফা, সিরিয়াবাসীদের মীকাত হল মাহয়াআ যার অপর নাম জুহফা এবং নজদবাসীদের মীকাত হল কারন। ইবনে উমর রা. বলেন, আমি শুনিনি, তবে লোকেরা বলে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : ইয়ামনবাসীদের মীকাত হল ইয়ালামলাম।