হাদীস নং ১৯০৭
আবুল ইয়ামান রহ………নবী সহধর্মিণী সাফিয়্যা রা. বর্ণনা করেন যে, একবার তিনি রমযানের শেষ দশকে মসজিদে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর খিদমতে হাজির হন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত ছিলেন। তিনি তাঁর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেন। তারপর ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদের দরজা পর্যন্ত পৌছলেন, তখন দু’জন আনসারী সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা উভয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সালাম করলেন। তাদের দু’জনকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তোমরা দু’জন থাম। ইনি তো (আমার স্ত্রী) সাফিয়্যা বিনতে হুয়ায়্যী। এতে তাঁরা দু’জনে সুবহানাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলে উঠলেন এবং তাঁরা বিব্রত বোধ করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে। আমি আশংকা করলাম যে, যেস তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে।