নির্বাচিত গ্রন্থতালিকা ও ব্যবহৃত রচনাপঞ্জি

নির্বাচিত গ্রন্থতালিকা ও ব্যবহৃত রচনাপঞ্জি

অ: বাংলা বই ও প্রবন্ধের তালিকা

 ১. অজ্ঞাত; স্ত্রীজাতির দুরাচরণের কথা অর্থাৎ স্ত্রীনিন্দাবিষয়ক ইতিহাস; কলিকাতা, বণিক পুষ্করিণীস্থ সংবাদ বুধানন্দ সিন্ধু যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিত, সন ১২৪৭ বঙ্গাব্দ।

 ২. অজ্ঞাত; আদিরস; গরাণহাটা স্ট্রিটে ৯২ নম্বর অ্যাংলো ইন্ডিয়ান ইউনিয়ন যন্ত্রে, মুদ্রিত, শকাব্দ ১৭৮৩, ইং ১৮৬১

 ৩. অজ্ঞাত; আদিরস কাব্য; প্রকাশকাল নেই; আনুমানিক ১৮৪০ দশকে প্রকাশিত।

 ৪. অজ্ঞাত; বাহবা চৌদ্দ আইন; কলিকাতা মির্জাপুর হলওএলস লেন নং ২, প্রাকৃত যন্ত্রে মুদ্রিত, সংবৎ ১২৭৬, ইংরেজি ১৮৬৯

 ৫. অজ্ঞাত; নাপিতেশ্বর নাটক, কলিকাতা, ১৮৭৩

 ৬. অজ্ঞাত; বেশ্যালীলা, কলিকাতা, আনুমানিক ১৮৯২

 ৭. অজ্ঞাত; কলির সঙ বা দুই গোলাপ; কলিকাতা, প্রকাশকাল নেই।

 ৮. কবিরত্ন, শ্রীরাখালদাস; দাম্পত্যবিজ্ঞান: সন্তনোৎপাদিকা বৃত্তি সম্বন্ধে লিখিত, কলিকাতা, ১২৯৪ সন।

 ৯. কর্ম্মকার, হরিমোহন; মাগসর্ব্বস্ব, কলিকাতা, ১৮৭০

 ১০. গুপ্ত, শ্রীঅম্বিকাচরণ; কলির মেয়ে ছোটো বউ ওরফে ঘোর মূর্খ; কলিকাতা, ১২৮৮ বঙ্গাব্দ।

 ১১. ঘোষ, শ্রী সূর্যনারায়ণ; বৈজ্ঞানিক দাম্পত্যপ্রণালী অর্থাৎ বিবাহ, ইন্দ্রিয়সেবন ও সন্তান উৎপাদন বিষয়ে বিজ্ঞানের বিধি এবং অবৈধ ইন্দ্রিয়সেবনের প্রতিফল ও প্রতিকার, ইন্দ্রিয় সংযমন, নারীজাতির জননেন্দ্রিয়ের ব্যাধি ইত্যাদির বিবরণ সংগ্রহ, ঢাকা, গিরিশযন্ত্রে মুন্সি মওলাবক্স প্রিন্টার কর্ত্ত,ক মুদ্রিত ১৮৮৪

 ১২. ঘোষ, শ্রীক্ষেত্রমোহন; ধাতুদৌর্ব্বল্য; ১০৯ মেছোবাজার রোড, কলিকাতা, ১৮৯৭

 ১৩. চূড়ামণি, তারকচন্দ্র; সপত্নী নাটক;কলিকাতা, ১৮৫৮

 ১৪. চট্টরাজ, শ্রীশ্রীনারায়ণ;কলিকৌতুক; শ্রীরামপুর ১৭৮০ শকাব্দ, ইং ১৮৫৮ খ্রি।

 ১৫. তর্করত্ন, রামনারায়ণ; কুলীনকুলসর্ব্বস্ব নাটক; কলিকাতা, ১৮৫৪

 ১৬. দে, শ্যামাচরণ; বাসরকৌতুক নাটক; কলিকাতা, ১৮৫৯

 ১৭. দে, রেভারেল্ড লালবিহারী; চন্দ্রমুখীর উপাখ্যান, সম্পা: দেবীপদ ভট্টাচার্য; কলিকাতা, ১৮৫৯, বাংলা আকাদেমি সংস্করণ, ২০০১

 ১৮. দত্ত, প্রাণকৃষ্ণ; বদমাএস জব্দ, কলিকাতা, ৩১ মার্চ ১৮৬৯

 ১৯. পাল, শ্রীপ্রসন্নকুমার; বেশ্যাসক্তিনিবর্ত্তক নাটক, কলিকাতা প্রভাকর যন্ত্রে মুদ্রিত, ১৮৬০

 ২০. পণ্ডিত, কোকা; সচিত্র লজ্জতন্নেছা অর্থাৎ মহর্ব্বতে দুনিয়া, শ্রীনদেরচাঁদ পাইন দ্বারা মুদ্রিত, প্রকাশকাল নেই।

 ২১. বন্দ্যোপাধ্যায়, ভবানীচরণ; নববাবুবিলাস, কলিকাতা, ১৮২৫

 ২২. বন্দ্যোপাধ্যায়, ভবানীচরণ; দূতীবিলাস, কলিকাতা, ১৮২৫

২৩. বন্দ্যোপাধ্যায়, ভবানীচরণ; নববিবিবিলাস, কলিকাতা, ১৮৩১

 ২৪. বিদ্যারত্ন, শ্রীকালীপ্রসন্ন (যশোহর মল্লিকপুরনিবাসী); সচিত্র শিবোক্ত রতিশাস্ত্র অর্থাৎ পুরুষের দেহরক্ষা, যৌবনরক্ষা, পরমায়ুরক্ষা এবং ধনোপার্জ্জন প্রভৃতির উপায় নিরূপক গ্রন্থ; কলিকাতা, ৩ নং নিমু গোস্বামীর লেন, কমলাকান্ত যন্ত্রে শ্রীকুঞ্জবিহারী সরকার দ্বারা মুদ্রিত, ১৩০৪ বঙ্গাব্দ।

 ২৫. বাঙ্গাল, ব্যোমকেশ (হরিশ্চন্দ্র মিত্র), ঘর থাক্তে বাবুই ভেজে; ঢাকা, ১৮৬৩

 ২৬. ভট্টাচার্য, উপেন্দ্রনাথ; অযোগ্য পরিণয়, কলিকাতা, ১২৮৬ বঙ্গাব্দ।

 ২৭. ভট্টাচার্য, চন্দ্রকুমার; বঙ্গবিবাহ, কলিকাতা ১২৮৮ বঙ্গাব্দ।

 ২৮. মুখোপাধ্যায়, ভুবনচন্দ্র; হরিদাসের গুপ্তকথা, কলকাতা, ভাদ্র, ১৩৯৪ সংস্করণ।

 ২৯. মুখোপাধ্যায়, বটুবিহারী; হিন্দু মহিলা নাটক, কলিকাতা ১৮৬৯

 ৩০. মুখোপাধ্যায়, নবীনচন্দ্র, সমাজ সংস্করণ, কলিকাতা, ১২৭৬ বঙ্গাব্দ।

৩১. মেয়ে কর্ত্ত,ক লিখিত; আইন! আইন Iআইন I ঢাকা, ১৮৯০

 ৩২. মুখোপাধ্যায়, নবীনচন্দ্র; বুঝলে কিনা I, কলিকাতা, ১৮৬৬

 ৩৩. মুখোপাধ্যায়; ভোলানাথ; আপনার মুখ আপুনি দেখ, কলিকাতা, ১৮৬৩

 ৩৪. মুখোপাধ্যায় শ্রীপ্রিয়নাথ; দারোগার দপ্তর (১ম ও ২য় খণ্ড), কলিকাতা, ২০০৪ সংস্করণ

 ৩৫. মুখোপাধ্যায়, গোপালচন্দ্র; বিধবার দাঁতে মিশি, কলিকাতা, ১৮৮৬

 ৩৬. শ্রীমানি, শ্যামাচরণ; বাল্যোদ্বাহ নাটক, কলিকাতা, ১৮৫৯

 ৩৭. শীল, শ্রীনিমাইচাঁদ; কামিনী গোপন ও যামিনী যাপন, কলিকাতা গরাণহাটার উত্তরাংশে পাঁচু দত্তের গলিতে ৯২ নং ভবনে অ্যাংলো ইন্ডিয়ান ইউনিয়ন যন্ত্রে মুদ্রিত, শকাব্দ, ১৭৭৭, ইং সন ১৮৫৫

 ৩৮. সেনগুপ্ত, আনন্দচন্দ্র; গৃহিণীর কর্ত্তব্য; কলিকাতা, ১২৯১ বঙ্গাব্দ।

 ৩৯. সরকার, প্রিয়দাস; স্ত্রীশিক্ষা প্রথম কাঁটা; কলিকাতা, ১৮৭৬

৪০. সরকার, ঈশ্বর; গোপন বিহার, বীডন স্ট্রিটে ৯০ নং ভবনে বেঙ্গল রায় প্রেসে শ্রী হংসেশ্বর বিশ্বাস কর্ত,ক মুদ্রিত; প্রকাশকাল অজ্ঞাত।

 ৪১. সেন, রাধামোহন; অন্নপূর্ণামঙ্গল, গৌড়ীয় ভাষাভাষিত পুস্তক মহাকবি শ্রীলশ্রীযুক্ত ভারতচন্দ্র রায়গুণাকর কর্ত্ত,ক রচিত অনুলিপি হেতুক বহুবিধ অশুদ্ধ সম্প্রতি সংশোধিত হইয়া কলিকাতা নগরে বঙ্গদূত যন্ত্রে মুদ্রিত হইল, কলিকাতা, ১৮৩৩

 ৪২. রায়, আলোক সম্পাদিত; সুরলোকে বঙ্গের পরিচয়, কলকাতা, ১৯৭৬ সংস্করণ।

 ৪৩. রায়, শ্রীদুর্গাচরণ; দেবগণের মর্ত্যের আগমন, কলিকাতা, ১২৯৮ বঙ্গাব্দ।

খ: উনিশ শতকে প্রকাশিত প্রবন্ধ

(প্রথমে প্রবন্ধের নাম, পরে লেখকের নাম অথবা পত্রিকার নাম দেওয়া হয়েছে)

 ১. অশ্লীলতা, বঙ্গদর্শন, পৌষ ১২৮০, ইং ১৮৭৩

 ২. আমার জীবনের ইতিহাস; শ্যাম, আর্য্যদর্শন, আষাঢ়, ১২৮৭

 ৩. কলিকাতার বর্তমান দুরবস্থা; তত্ত্ববোধিনী পত্রিকা, ১ শ্রাবণ ১৩৬৮ বঙ্গাব্দ।

 ৪. কবিসংগীত, রবীন্দ্রনাথ ঠাকুর, সাধনা, জ্যৈষ্ঠ ১৩০২

 ৫. চিত্তশুদ্ধি; প্রচার; ফাল্গুন ১২৯২

 ৬. চিঠিপত্র, অক্ষয়কুমার দত্ত সম্পাদিত, বিদ্যাদর্শন, ৫ম সংখ্যা, কার্ত্তিক ১৭৬৪ শক, ১৮৪২

 ৭. জাতীয় নাট্যসমাজের সাম্বৎসরিক উৎসবকালে মনোমোহন বসুর বক্তৃতা, মধ্যস্থ, পৌষ ১২৮০ (ডিসেম্বর ১৮৭৩-জানুয়ারি ১৮৭৪)

 ৮. জঘন্য ভাষা, সুলভ সমাচার, ৪ ভাদ্র ১২৮০

 ৯. জাতীয় দৈহিক পুনরুজ্জীবন, চিকিৎসা সম্মিলনী, বৈশাখ ১২৯২

 ১০. দেশীয় স্বাস্থ্য বিজ্ঞান: অভিগমন বা স্ত্রী-পুরুষ সংসর্গ; অবিনাশচন্দ্র কবিরত্ন, চিকিৎসা সম্মিলনী, ১২৯২ বঙ্গাব্দ, ইং ১৮৮৫

 ১১. দানবদলন কাব্য; বঙ্গদর্শন, জ্যৈষ্ঠ ১২৮০

 ১২. ধনী লোকে সন্তানলাভে বঞ্চিত কেন? চিকিৎসা সম্মিলনী, ১৮৮৬

 ১৩. নারীজীবনের উদ্দেশ্য; বামাবোধিনী পত্রিকা, মাঘ ১২৯০

 ১৪. পতিব্রতা ও পাতিব্রত্য, পরিচারিকা, শ্রাবণ, ১২৮৬ বঙ্গাব্দ।

 ১৫. বেশ, রহস্য সন্দর্ভ; ১ম খণ্ড, ১৯১৯ সংবৎ (১৮৬২)

 ১৬. বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ১৮৫২

 ১৭. বিধবাবিবাহ, তত্ত্ববোধিনী পত্রিকা, চৈত্র ১৭৭৬ শক, সংখ্যা ১৪০

 ১৮. বাল্যবিবাহের দোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সর্ব্বশুভকরী পত্রিকা, ভাদ্র, ১৮৫০

 ১৯. বিবাহিত জীবন; বিনোদিনী সেনগুপ্তা; বামাবোধিনী পত্রিকা, মাঘ-ফাল্গুন ১৩০৭

 ২০. ভারতচন্দ্র রায়; হরিমোহন সেনগুপ্ত, বিবিধার্থ সংগ্রহ, কলকাতা, জ্যৈষ্ঠ ১৭৭৬ শক

 ২১. ভারতের অবনতি, অণুবীক্ষণ, পৌষ ১২৮২ (১৮৭৫)

 ২২. স্বামী ও স্ত্রী; দেবীপ্রসন্ন রায়চৌধুরী; নব্যভারত, চতুর্থ খণ্ড, অষ্টম সংখ্যা, আশ্বিন, ১২৯৩ বঙ্গাব্দ (১৮৮৬)

 ২৩. সহধর্ম্মিনী; বামাবোধিনী পত্রিকা, ১৩০২ বঙ্গাব্দ।

 ২৪. সতী ও সতীত্ব; পরিচারিকা, আষাঢ়, ১২৯২ বঙ্গাব্দ।

 ২৫. স্বামী বশীকরণ মন্ত্র; সাধারণী, ১৪ ভাদ্র, ১২৮৭ বঙ্গাব্দ।

 ২৬. সতী কি কলঙ্কিনী; আর্য্যদর্শন, ভাদ্র, ১২৮১

 ২৭. সবুজভীতি; শচীন্দ্রনাথ সেনগুপ্ত, প্রবাসী, কার্তিক, ১৩২৬

 ২৮. রঙ্গালয়ে বারাঙ্গনা; আর্য্যদর্শন, ভাদ্র, ১২৮১

২৯. হস্তমৈথুনে বালক ও নবযুবকগণ; প্যারীমোহন সেনগুপ্ত, চিকিৎসা সম্মিলনী, ১২৯১ বঙ্গাব্দ

 ৩০. হিন্দুর গৃহে দুরবস্থা; গৃহস্থ, আষাঢ়, ১৩২৩

গ: শিরোনামহীন মূল রচনা

 ১. ভারত সংস্কার, ২২ অগস্ট, ১৮৭৩

 ২. মহিলা পত্রিকা, শ্রাবণ ১৩০৪ বঙ্গাব্দ।

 ৩. সম্বাদ রসরাজ পত্রিকায় প্রকাশিত অসংখ্য কেচ্ছারচনা, নকশাজাতীয় গদ্য ও ব্যঙ্গকবিতা; ১৭ এপ্রিল ১৮৪৯ থেকে ১৫ ফেব্রুয়ারি ১৮৫০ পর্যন্ত প্রায় ৯০টি সংখ্যা ব্যবহৃত।

 ৪. সোমপ্রকাশ, ৩০ নভেম্বর, ১৮৬৩

 ৫. সোমপ্রকাশ, ১৯ ফাল্গুন, ১২৮০

 ৬. সম্বাদ ভাস্কর পত্রিকায় ১৮৪২ খ্রিস্টাব্দে প্রকাশিত একটি রচনা।

 ৭. সম্বাদ তিমিরনাশক পত্রিকায় ১৮৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত একটি রচনা।

 ৮. সম্বাদ প্রভাকর, ১৫ জুন, ১৮৪৯

 ৯. সুলভ সমাচার, ১৫ এপ্রিল ১৮৭৩

 ১০. সুলভ সমাচার, ২৬ অক্টোবর, ১৮৭৫

ঘ: সংবাদ-সাময়িকপত্র ও অন্যান্য রচনার সংকলনগ্রন্থ

 ১. ঘোষ, বিনয় সম্পাদিত; সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (১), কলকাতা, বৈশাখ, ১৩৮৫

 ২. ঘোষ, বিনয় সম্পাদিত; সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (২), কলকাতা, কার্তিক, ১৩৮৫

 ৩. ঘোষ, বিনয় সম্পাদিত; সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (৩), কলকাতা, পৌষ, ১৩৮৬

 ৪. ঘোষ, বিনয় সম্পাদিত; সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (৪), কলকাতা, কার্তিক, ১৩৮৭

 ৫. ঘোষ, বিনয় সম্পাদিত; সাময়িকপত্রে বাংলার সমাজচিত্র (৫), কলকাতা, কার্তিক, ১৩৮৮

 ৬. চক্রবর্তী, বিদিশা; সরকারি নথিতে উনিশ শতকের বাংলার নারী, কলকাতা, ২০০২

 ৭. চৌধুরী, ইন্দ্রজিৎ ও বসু, স্বপন সম্পাদিত, উনিশ শতকের বাঙালিজীবন ও সংস্কৃতি, কলকাতা, ২৯ নভেম্বর, ২০০৩

 ৮. জানা, নরেশচন্দ্র ও জানা, মানু সম্পাদিত, আত্মকথা (১), কলকাতা, ৮ মে, ১৯৮১

 ৯. জানা, নরেশচন্দ্র ও জানা, মানু সম্পাদিত, আত্মকথা (২), কলকাতা, ১ অক্টোবর, ১৯৮২

 ১০. জানা, নরেশচন্দ্র ও জানা, মানু সম্পাদিত, আত্মকথা (৪), কলকাতা, জানুয়ারি, ১৯৮৬

 ১১. জানা, নরেশচন্দ্র ও জানা, মানু সম্পাদিত, আত্মকথা (৫), কলকাতা, ফেব্রুয়ারি, ১৯৮৭

 ১২. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ সম্পাদিত, সংবাদপত্রে সেকালের কথা (প্রথম খণ্ড), কলকাতা, পৌষ ১৪০৮

 ১৩. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ সম্পাদিত, সংবাদপত্রে সেকালের কথা (দ্বিতীয় খণ্ড), কলকাতা, পৌষ ১৪০১

 ১৪. বসু, প্রদীপ সম্পাদিত, সাময়িকী (পুরানো সাময়িকপত্রের প্রবন্ধ সঙ্কলন), প্রথম খণ্ড, বিজ্ঞান ও সমাজ (১৮৫০-১৯০১), কলকাতা, মে, ১৯৯৮ ও দ্বিতীয় খণ্ড (গৃহ ও পরিবার), এপ্রিল ২০০৯

 ১৫. বসু, স্বপন সম্পাদিত, সংবাদ-সাময়িকপত্রে উনিশ শতকের বাঙালি সমাজ (প্রথম খণ্ড), ২৯ এপ্রিল, ২০০০

 ১৬. বসু, স্বপন সম্পাদিত, সংবাদ-সাময়িকপত্রে উনিশ শতকের বাঙালি সমাজ (দ্বিতীয় খণ্ড), অক্টোবর, ২০০৩

 ১৭. রায়, মহেন্দ্রনাথ, কুসুমাবলী অর্থাৎ বাংলাভাষার কাব্যসমূহের সারসংগ্রহ (প্রথম খণ্ড), কলকাতা ১৮৫২

 ১৮. রায়, ভারতী সম্পাদিত, নারী ও পরিবার: বামাবোধিনী পত্রিকা (১২৭০-১৩২৯ বঙ্গাব্দ), কলকাতা, ২০০২

ঙ: সহায়ক গ্রন্থপঞ্জি

 ১. আহমেদ, মনিরুদ্দিন; সমাজচিত্র, ব্রাহ্মণবেড়িয়া, ১৯০৮

 ২. আনিসুজ্জামান; মুসলিম মানস ও বাংলা সাহিত্য; ঢাকা, ১৯৬৪

 ৩. কাইউম, মহম্মদ আবদুল; চকবাজারের কেতাবপট্টি, ঢাকা, ১৯৯০

 ৪. গুপ্ত, ক্ষেত্র ও বসু, বিষু সম্পাদিত, ভারতচন্দ্র রচনাসমগ্র, কলকাতা, ১৯৭৪

 ৫. গুপ্ত, বিপিনবিহারী সম্পাদিত ও সংকলিত; পুরাতন প্রসঙ্গ, কলকাতা, ১৯৮৯

 ৬. গোস্বামী, মনোমোহন, রায়গুণাকর ভারতচন্দ্র, কলকাতা, ১৯৫৫

 ৭. গোস্বামী, ড: জয়ন্ত; সমাজচিত্রে ঊনবিংশ শতাব্দীর বাংলা প্রহসন, কলকাতা, ১৯৭৪

 ৮. চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র; কৃষ্ণচরিত্র; বঙ্কিম রচনাবলী (দ্বিতীয় খণ্ড); সম্পা: কাঞ্চন বসু, কলকাতা, ১৯৯৯

 ৯. চক্রবর্তী, শ্রীচিন্তাহরণ; তন্ত্রকথা; কলকাতা, বৈশাখ, ১৩৬২

 ১০. চৌধুরী, দর্শন; বাংলা থিয়েটারের ইতিহাস, কলকাতা, ১৯৯৫

 ১১. চাকী, জ্যোতিভূষণ সম্পাদিত, কালিদাস সমগ্র, কলকাতা, ১৯৯২

 ১২. চৌধুরী, শ্রীনীরদচন্দ্র, বাঙালি জীবনে রমণী, কলকাতা, ১৯৬৮

 ১৩. চট্টোপাধ্যায়, পার্থ; ইতিহাসের উত্তরাধিকার, কলকাতা, ২০০০

 ১৪. চক্রবর্তী, সম্বুদ্ধ; অন্দরে অন্তরে: উনিশ শতকে বাঙালি ভদ্রমহিলা; কলকাতা, ১৯৯৮

 ১৫. চক্রবর্তী, সুধীর সম্পাদিত, যৌনতা ও সংস্কৃতি, কলকাতা, ২০০২

 ১৬. ঠাকুর, লোচনদাস বিরচিত, শ্রীশ্রীচৈতন্যমঙ্গল, কলকাতা, ১৯৭৯

 ১৭. দাশগুপ্ত, শশিভূষণ, ভারতীয় সাধনার ঐক্য, কলকাতা, আষাঢ়, ১৩৫৮

 ১৮. দে, সত্যব্রত; চর্যাগীতি পরিচয়, কলকাতা, ১৯৯৭

 ১৯. দাশ, নির্মল; চর্যাগীতি পরিক্রমা, কলকাতা, ১৯৯৭

 ২০. দাশ, শ্রীপরিতোষ, চৈতন্যোত্তর প্রথম চারিটি সহজিয়া পুথি, কলকাতা, ১৯৭২

 ২১. দত্ত, শ্রীমহেন্দ্রনাথ, কলিকাতার পুরাতন কাহিনি ও প্রথা, কলকাতা, ১৯৭৩

 ২২. দাসী, বিনোদিনী; আমার কথা ও অন্যান্য রচনা, সম্পা: সৌমিত্র চট্টোপাধ্যায়, নির্মাল্য আচার্য, কলকাতা, ১৪১১ বঙ্গাব্দ।

 ২৩. দাস, সুনীল সম্পাদিত; মনোমোহন বসুর অপ্রকাশিত ডায়েরি, ফেব্রুয়ারি, ১৯৮১

 ২৪. বন্দ্যোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ সম্পাদিত, সাহিত্যসাধক চরিতমালা, খণ্ড ১, কলকাতা।

 ২৫. বন্দ্যোপাধ্যায়, দেবনাথ সম্পাদিত, দৌলত কাজীর লোরচন্দ্রানী ও সতীময়না, কলকাতা, ১৯৯৫

 ২৬. বন্দ্যোপাধ্যায় অসিত; বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ২য় খণ্ড, কলকাতা, ১৯৯৬

 ২৭. বসু, রাজশেখর অনূদিত; শ্রীমদভাগবতগীতা, কলকাতা, শ্রাবণ ১৩৬৮

 ২৮. বসু, শঙ্করীপ্রসাদ, কবি ভারতচন্দ্র, কলকাতা, ২০০০

 ২৯. বন্দ্যোপাধ্যায়, সুমন্ত; উনিশ শতকের কলকাতার অন্য সংস্কৃতি ও সাহিত্য, কলকাতা ১৯৯৯

 ৩০. বন্দ্যোপাধ্যায়, সুমন্ত; সরস্বতীর ইতর সন্তান, কলকাতা, ২০০১

 ৩১. বন্দ্যোপাধ্যায়, সুমন্ত; অশ্রুত কণ্ঠস্বর: ঔপনিবেশিক বাংলার বারবণিতা সংস্কৃতি, কলকাতা, ২০০২

 ৩২. বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন; দুই শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশনা, কলকাতা, ১৯৮১

 ৩৩. বন্দ্যোপাধ্যায়, বীরেশ্বর; বাংলাদেশের সং প্রসঙ্গে, কলকাতা, ১৯৯৬

 ৩৪. বসু, রাজনারায়ণ, সেকাল আর একাল, কলকাতা, ১৯৯৬

 ৩৫. বসু, অমিতরঞ্জন সম্পাদিত; অগ্রন্থিত গিরীন্দ্রশেখর, কলকাতা, মে ২০০১

 ৩৬. ভট্টাচার্য, অমিত্রসূদন সম্পাদিত; বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন সমগ্র, কলকাতা, ১৯৯৬

 ৩৭. ভট্টাচার্য, অভিজিৎ এবং সেন, অভিজিৎ; সেকেলে কথা: শতক সূচনায় মেয়েদের স্মৃতিকথা, কলকাতা, ১৯৯৭

 ৩৮. ভট্টাচার্য, নৃপেন্দ্রনাথ, সম্পাদিত; বাংলা তুলনামূলক সাহিত্য সমালোচনা, প্রথম ভাগ (১৮৫২-১৯৯৩), কলকাতা, ১৯৯৩

 ৩৯. ভট্টাচার্য, আদিশ্বর, ছাত্রগণের নৈতিক অবস্থা ও তাহার প্রতিকার, কলকাতা, ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ।

 ৪০. মুখোপাধ্যায়, হরেকৃষ্ণ; কবি জয়দেব ও শ্রীগীতগোবিন্দ, কলকাতা, ১৯৭৭

 ৪১. মজুমদার, বিমানবিহারী ও মুখোপাধ্যায়, সুখময় সম্পাদিত; জয়ানন্দ বিরচিত চৈতন্যমঙ্গল, কলকাতা, ১৯৭১

 ৪২. মল্লিক, কল্যাণী; নাথপন্থ, কলকাতা, চৈত্র ১৩৫৭

 ৪৩. মণ্ডল, ড. পঞ্চানন, সম্পাদিত; গোর্খবিজয়, কলকাতা, অগ্রহায়ণ, ১৩৫৬

 ৪৪. মুখোপাধ্যায়, নির্মলেন্দু, সম্পাদিত; ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, কলকাতা, ১৯৯৭

 ৪৫. মুখোপাধ্যায়, শ্রীহীরেন্দ্রনারায়ণ, সম্পাদিত; রূপগোস্বামীকৃত উজ্জ্বলনীলমণি, কলকাতা, ১৩৭২

 ৪৬. মুখোপাধ্যায়, শ্রীবিমলাকান্ত সম্পাদিত ও অনূদিত; সাহিত্যদর্পণঃ; শ্রীবিশ্বনাথ কবিরাজ প্রণীত, কলকাতা, ১৩৮৬

 ৪৭. মিত্র, ড. অরুণকুমার; অমৃতলাল বসু-র স্মৃতি ও আত্মস্মৃতি; কলকাতা, ১৯৮২

 ৪৮. মুরশিদ, গোলাম; সমাজসংস্কার আন্দোলন ও বাংলা নাটক (১৮৫৪-১৮৭৬), ঢাকা, ১৯৮৪

 ৪৯. মিত্র, দীনবন্ধু; দীনবন্ধু মিত্র রচনাবলী, কলকাতা, ১৯৯৭

 ৫০. শ্রীপান্থ; বটতলা; কলকাতা, ১৯৯৭

 ৫১. শ্রীপান্থ; কেয়াবাৎ মেয়; কলকাতা, ১৯৯৮

 ৫২. শ্রীপান্থ; মোহন্ত এলোকেশী সম্বাদ; কলকাতা, ২০০৫

 ৫৩. শাস্ত্রী, শিবনাথ; রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ, কলকাতা, ১৯৬২

 ৫৪. সিকদার, সুকুমার, অনুদিত; কৌটিল্যের অর্থশাস্ত্র; কলকাতা, ২০০৫

 ৫৫. সেন, সুকুমার ও মুখোপাধ্যায়, তারাপদ, সম্পাদিত; কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, কলকাতা, ১৪০২ বঙ্গাব্দ।

 ৫৬. সেন, সুকুমার; বটতলার ছাপা ও ছবি, কলকাতা, ১৯৮৪

 ৫৭. সেন, ড. সুকুমার; চর্যাগীতি পদাবলী, কলকাতা, ১৯৯৫

 ৫৮. সেন, সুকুমার; ইসলামী বাংলা সাহিত্য, কলকাতা, ১৪০০ বঙ্গাব্দ

 ৫৯. সেন, দীনেশচন্দ্র, বঙ্গভাষা ও সাহিত্য (প্রথম ও দ্বিতীয় খণ্ড), কলকাতা, ১৯৯১

 ৬০. সান্যাল, নারায়ণ, ভারতীয় ভাস্কর্যে মিথুন, কলকাতা, ২০০৬

 ৬১. সিংহ, কালীপ্রসন্ন, হুতোম প্যাঁচার নকশা, কলকাতা, ১৩৬৩

 ৬২. রায়, ত্রিদিবনাথ সম্পাদিত; বিদ্যাসাগর, গঙ্গাচরণ বেদান্ত অনূদিত; বাৎসায়নের কামসূত্র, কলকাতা

 ৬৩. রায়, ললিতমোহন; মেয়েলি অর্থাৎ বঙ্গীয় কামিনীদিগের ব্যবহৃত গার্হস্থ্য শ্লোক ও পদাবলী, খণ্ড ১, ময়মনসিংহ, ১৮৭৭।

 ৬৪. রক্ষিত, হারাণচন্দ্র; ভিক্টোরিয়া যুগে বাঙ্গালা সাহিত্য, কলকাতা, আশ্বিন, ১৩১৮

 ৬৫. রায়, প্রকাশচন্দ্র, অঘোরপ্রকাশ, কলকাতা, ১৩৬৪ বঙ্গাব্দ।

 ৬৬. রায়, কার্ত্তিকেয়চন্দ্র; দেওয়ান কার্ত্তিকেয়চন্দ্র রায়ের আত্মজীবনী, কলকাতা, ১৯৬৩ সংস্করণ।

 ৬৭. রায়চৌধুরী, গোপিকানাথ; দুই বিশ্বযুদ্ধের মধ্যকালীন বাংলা কথাসাহিত্য, কলকাতা, ১৩৮০ বঙ্গাব্দ।

 ৬৮. হালদার, গোপাল, রূপনারাণের কূলে (খণ্ড ১ ও ২), কলকাতা।

চ: সহায়ক প্রবন্ধ

(প্রথমে রচনার নাম, পরে লেখকের নাম ও পত্রিকার নাম দেওয়া হয়েছে)

 ১. উনিশ শতকের বাংলায় শরীর-যৌনতা-অশালীনতার এলাকা নির্মাণ; অর্ণব সাহা, রক্তকরবী, সংখ্যা ৩১, শারদীয়, ২০০৬

 ২. উনিশ শতকের আদিরসাত্মক বই; অর্ণব সাহা; অবভাস, শারদীয় ২০০৬

 ৩. এক ঔপনিবেশিক পাগলিনীকে জানার রূপরেখা; অনুপ ধর ও তাপস দাশ, আলোচনাচক্র, সংকলন ২০, জানুয়ারি ২০০৩

 ৪. কালপেঁচার দু’কলম, বিনয় ঘোষ; বটতলার সাহিত্য (তিন), যুগান্তর, ৯ জুন, ১৯৫২

 ৫. কালো পাগল মেয়ে, তোমায় জানতে চেয়ে: ঔপনিবেশিক বাংলায় মনঃসমীক্ষণ; অনুপ ধর ও তাপস দাশ; আলোচনাচক্র, সংকলন ২১, অগস্ট ২০০৩-জানুয়ারি ২০০৪

 ৬. কলকাতার যৌনপল্লী, দেবাশিস বসু; যৌনতা ও সংস্কৃতি, সুধীর চক্রবর্তী সম্পাদিত, কলকাতা, ২০০২

 ৭. গিরীন্দ্রশেখর বসু ও ভারতীয় মনশ্চিকিৎসার ইতিহাসচর্চা। অমিতরঞ্জন বসু, বারোমাস, এপ্রিল ১৯৯৮

 ৮. ন্যাড়া বটতলায় যায় ক’বার? গৌতম ভদ্র, অবভাস, অক্টোবর-ডিসেম্বর, ২০০৬

 ৯. ব্রহ্মচর্য: বিকল্প পৌরুষের সন্ধানে জাতীয়তাবাদী বাংলা; শান্তনু ব্যানার্জি; অবভাস, জানুয়ারি-মার্চ, ২০০৫

 ১০. ‘ভগ্নাংশের যৌনটোপিয়া’? একটি অসম্পূর্ণ প্রতিবেদন; অর্ণব সাহা, অনুষ্টুপ, শারদীয় ২০০৬

 ১১. যৌনতা, ক্ষমতা, নৈতিকতা: দুই ভিন্ন প্রেক্ষিত; অর্ণব সাহা, একালের রক্তকরবী; জুন ২০০৭

 ১২. যৌনতার সন্দর্ভ: একটি উনিশ শতকীয় প্রেক্ষিত; অর্ণব সাহা; অনুষ্টুপ, বইমেলা, ২০০৮

ইংরেজি বই ও প্রবন্ধের তালিকা

ক. সহায়ক গ্রন্থপঞ্জি:

 1. Althusser, Louis ; Essays in Self-Criticism ; London, 1976

 2. Arbuthnot, F.F. and Burton, Richard, F ; Ananga Ranga : Stage of the Bodiless One/The Hindu Art of Love by Kalyan Malla, New York, 1964.

 3. Anderson, Benedict ; Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism, London, 1983.

 4. Avasthi, Asha & Srivastava, A.K. ed:Modernity, Feminism and Women Empowerment, New Delhi, 2001.

 5. Bhattacharya, Narendranath ; History of Indian Erotic Literature, New Delhi, 1975.

 6. Bagchi, Prabodh Chandra ; Studies in the Tantras, University Calcutta, 1975.

 7. Bose, Manindra Mohan ; The Post-Caitanya Sahajiya Cult of Bengal, New Delhi, 1986

 8. Bose, Shib Chander, Hindus As They Are, Calcutta, 1881.

 9. Borthwick, Meredith ; The Changing Role of Women in Bengal (1849-1905) ; Princeton, 1984.

 10. Burchell, G., C., Miller, P.H.ed ; The Foucault Effect : Studies in Governmentality, Chicago, 1991.

 11. Barret-Ducrocq, Francoise ; Love in the Time of Victoria : Sexuality, Class, Gender in Nineteenth Century London, translated by John Howe ; London, 1991.

 12. Benjamin, Walter ; Illuminations, New York, 1969.

 13. Banerjee, Sumanta ; Parlour and the Streets : Elite and Popular Culture in Nineteenth Century Calcutta, Calcutta, 1989.

 14. Banerjee, Sumanta ; Dangerous Outcast : Prostitute in Nineteenth Century Bengal, Calcutta, 2000.

 15. Bristow, Joseph ; Sexuality, London, 1997.

 16. Ballhatchet, Kenneth ; Race, Sex and Class Under the Raj : Imperial Attiudes and Politics and Their Critics (1793-1905), New Delhi, 1979.

 17. Bannerji, Himani ; Inventing Subjects : Studies in Hegemony, Patriarchy and Colonialism, New Delhi, 2001.

 18. Butler, Judith ; Gender Trouble: Feminism and the Subversion of Identity ; New York, 2006.

 19. Comfort, Alex ; The Koka Shastra ; Preface by W.G. Archer, New York, 1965.

 20. Chatterjee, Partha, ed ; Texts of Power : Emerging Disciplines in Colonial Bengal, Kolkata, 1996.

 21. Chatterjee, Partha ; The Nation and Its Fragments : Colonial and Post-Colonial studies ; New Delhi, 1993.

 22. Carey, William ; Colloquies ; Serampore, 1818.

 23. Cobbet, William ; Advice to Young Men, 1980 edition.

 24. Chakraborty, Usha ; Condition of Bengali Women Aroud the 2nd Half of the Nineteenth Century, Calcutta, July, 1963.

 25. Diamond and Quinby ; Feminism and Foucault, USA, 1998.

 26. Dreyfus, H.L & Rabinow, Paul ; Michel Foucault : Beyond Structuralism and Hermeneutics ; Chicago, 1982.

 27. Drever, James ; Dictionary of Psychology, 1952.

 28. Derrida, Jacques ; Writting and difference, London, 1978.

 29. Davidson, Arnold. I ; The Emergence of Sexuality, London, 2001.

 30. Das, Sisirkumar ; The Artist in Chains : The Life of Bankim Chandra Chatterjee, New Delhi, 1984.

 31. Foucault, Miichel ; The Order of Things : An Archaeology of Human Sciences, London, 1970.

 32. Foucault, Michel ; The Archaelogy of knowledge, London, 1972

 33. Foucault, Michel ; Madness and Civilization: A History of Insanity in the Age of Reason, London, 2002.

 34. Foucault, Michel ; Discipline and Punish : The Birth of the prison ; Tr. Alan Sheridan, New York, 1979.

 35. Foucault, Michel ; I, Pierre Riviere, having slaughtered my mother, my Sister and my brother …A case of Parricide in the 19th Century, London, 1978.

 36. Foucault, Michel ; Herculine Berbin : Being the Recently Discovered Memoris of a 19th Century French Hermaphrodite ; New York, 1980.

 37. Foucault, Michel ; Power/Knowledge: Selected Interviews and Other Writing(1972-1977) ; New York, 1980.

 38. Foucault, Michel ; the History of Sexuality: An Introduction, Vol.I, Tr. Robert Hurley New York, 1978.

 39. Foucault, Michel ; Use of Pleasure ; The History of sexuality, Vol.II, London, 1986.

 40. Foucault, Michel ; Care of the Self: The History of Sexuality, Vol. III, London, 1988.

 41. Foucault, Michel ; Politics, Philosophy, Culture ; Interviews and Other Writtings (1977-1984) ; New York, 1984.

 42. Freedman, Jane ; Feminism, New Delhi, 2002

 43. Ghosh, Anindita, Power in Print : Popular Phblishing and the Politics of Language and Cuture in a colonial Society (1778-1905), New Delhi, 2006

 44. Guha, Ranajit, Elementary Aspects of peasant Insurgency in Colonial India, New Delhi, 1983.

 45. Gutting, Garry, ed. ; The Cambridge Companion to Foucault, New York, 2005.

 46. Gupta, Nilanjana, ed., Cultural Studies, New Delhi, 2004.

 47. Garrison, Daniel, H. ; Sexual Culture in Ancient Greece, University of Ocklahoma 200.

 48. Gupta, Charu, Sexuality, Obscenity, Community: Women, Muslims and The Hindu Public In Colonial India, New Delhi, 2001.

 49. Haq, Enamul; Muslim Bengali Literature, Karachi, 1957.

 50. Hunt, Lynn ed. ; The Invention of Pornography, New York, 1996.

 51. Hinchman,Lewis, P. & Hinchman, Sandra, K. ; Memory, Identity, Community ; New York.

 52. Howarth, David ; Discourse, New Delhi, 2005.

 53. Halperine, David, M. ; One Hundred Years of Homosexuality and Other Essays on Greek Love, New York, 1980.

 54. Inden, Ronald B. & Nicholas, Ralph W.; Kinship in Bengali Culture ; New Delhi, 2005.

 55. Jackson, Stevi & Jones, Jackie ed. Contemporary Feminist Theories, Edinburgh University Press, 1998.

 56. Kakar, Sudhir ; The Inner World : A Psycho-Analytic Study of Childhood and Society in India ; New Delhi, 1990.

 57. Kakar, Sudhir & Ross, John M., Tales of Love, Sex and Danger, New Delhi, 2003

 58. Kritzman, L.D. ed., Politics, Philosophy, Culture : Interviews and Other Writings of Michel Foucault (1977-1984), London, 1988.

 59. Kimmel, Michael S. & Plante, Rebecca F.; Sexualities: Identities, Behaviours and Society ; Oxford, 2004.

 60. Leslie, Julia & Mcgel, Mary ed.; Invented Identities: The Interplay of Gender, Religion and Politics in India ; New Delhi, 2000.

 61. Long, James ; Returns Relating to Publications in The Bengali Language, Calcutta 1853.

 62. Long, James ; Prabadmala or the Wit and Wisdom of Bengali Ryots and Women : As Shown in their Proverbs and Their Proverbial Sayings, Calcutta, 1869.

 63. Laquer, Thomas, W.; Solitary Sex: A Cultural History of Masturbation, New York, 2003.

 64. Madan, T.N.ed. ; Way of Life: King, Householder ; Renouncer : Essays in Honour of Louis Doumont, New Delhi, 1982.

 65. Moris, Pam ; ed.; Mikhail Bakhtin Reader ; Great Britain, 1994.

 66. Marcus, Steven ; The Other Victorians : A Study of Sexuality and Pornography in Mid-Nineteenth Century England, New York, 1974.

 67. Mason, Michael ; The Making of Victorian Sexuality, Oxfor, 1994.

 68. Nietzsche, F.; The Genealogy of Morals, New York, 1956.

 69. Nandy, Ashis ; The Intimate Enemy : Loss and Recovery of Self Under Colonialism, Oxford, 1983.

 70. Nandy, Ashis ; At the Edge of Psychology : Essays in Politics and Culture ; New Delhi, 1999.

 71. Nandy, Ashis; The Savage Freud and Other Essays on Possible and Retrievable Selves, New Delhi, 2000.

 72. Poole, Ross ; Morality and Modernity, London, 1996.

 73. Pal, Bipin Chandra ; Memories of My Life and Times (1857-1884) ; Vol-1, Calcutta, 1932.

 74. Pritchet, Frances ; Marvellous Encounters : Folk Romance in Urdu and Hindi ; New Delhi, 1985.

 75. Pearsall, Ronald ; The Worm in the Bud: The World of Victorian Sexuality ; London, 1669.

 76. Prakash, Gyan ; Another Reason : Science and The Imagination Of Modern India, New Delhi, 2000.

 77. Partridge, Bargo ; A History of Orgies, London, 2002.

 78. Rabinow, Paul ed., The Foucault Reader, New York, 1984.

 79. Ray, Bharati ed.; From the Seams of History: Essays on Indian Women, New Delhi, 2001.

 80. Roy, Alok ; Society in Dilemma: Nineteenth Century India, Calcutta, 1979.

 81. Robson, John M.; ‘Marriage or Celibacy ?’: The ‘Daily Telegraph’ On a Victorian Dilemma, Toronto, 1995.

 82. Ray, Rajatkanta; Exploring Emotional History: Gender, Mentality and Literature in the Indian Awakening, New Delhi, 2003.

 83. Roychowdhury, Tapan ; Perceptions, Emotions, Sensibilities : Essays in Indian Colonial and Post-Colonial Experiences, New Delhi, 1999.

 84. Roy, Motilal; My Life’s Partner, Calcutta, 1945.

 85. Singer, Peter, Ethics, New York, 1994.

 86. Sangari, Kumkum; Politics of the Possible: Essays on Gender, History, Narratives, Colonial English, London, 2002.

 87. Sangari, Kumkum & Vaid, Sudesh; Recasting Women : Essays in Colonial History, New Delhi, 2006.

 88. Sen, Sukumar ; Women’s Dialect in Bengali, Calcutta, 1929.

 89. Sen, Dinesh Chandra.; Eastern Bengal Ballads: Maymansingh ; Calcutta, 1923.

 90. Sarkar, Tanika ; Hindu Wife, Hindu Nation : Community, Religion and Cultural Nationlism, New Delhi, 2003.

 91. Staley, M.E.; Handbooks of Wives and Mothers in India, Calcutta, 1908.

 92. Sarkar, Sumit ; A Critique of Colonial India, Kolkata, 2000.

 93. Vanita, Ruth & Kidwai, Salim ; Same-sex Love in India : Readings from Literature and History, New Delhi, 2001.

 94. Wagner, Peter ; Eros Revived ; Erotica of the Enlightement England and America, London, 1988.

 95. Walter ; My Secret life, 1996 edition.

 96. Weeks, Jeffiery, Sexuality, London, 1986.

খ: সহায়ক প্রবন্ধ

(প্রথমে রচনার নাম, পরে লেখক ও পত্রিকার নাম দেওয়া হয়েছে)

 1.  Attired In Virtue : The Discourse on Shame (Lajja) and Clothing of the Bhadramahila in Colonial Bengal ; Himani Bannerji ; From the Seams of History: Essays on Indian Women, ed. Bharati Roy, New Delhi, 2001.

 2. Bengalee Poetry ; Harachandra Dutta, Calcutta Review, 1852.

 3. Disciplining the Printed Text : Colonial and Nationalist Surveillance of Bengali Literature ; Tapti Roy, Texts of Power : Emerging Disciplines in Colonial Bengal ; ed. Partha Chatterjee, Calcutta, 1996.

 4. Feminism, Marxism, Method and The State : An Agenda For Theory, C. Mackinon, Signs 7(3).

 5. Foucault’s Mappings of History ; Thomas Flynn ; The Cambridge Companion to Foucault, ed. Gary, Gutting, New York, 2005.

 6. Gendered Bodies : The Case of the ‘Third Gender’ in India; Anuja Agrawal ; Contributions to Indian Sociology (n.s) 31. 2 (1997).

 7. Gender, Space and Modernity in Eighteenth Century England: A Place Called ‘Sex’ ; karen Hurvey ; History Workshop Journal 51, 2001.

 8. On the Discourse of Pornography; Roger Paden, Philosophy and Social Criticism, Vol.10, No. 1, 1984.

 9. On the Rhetoric and Semantics of Purusartha ; Charles Malamond ; Contributions to Indian Sociology, 1985.

 10. Popular Literature of Bengal ; Peter Wanger, Calcutta Review, 1850.

 11. Renaissance Self-Fashioning ; Stephen Greenblatt ; Cultural Studies, ed. Nilanjana Gupta, New Delhi, 2004.

 12. Soul’d Out and In : Representation of body, no-body, male, female etc. in the Hindu (?) Philosophy ; Debaprasad Bandyopadhyay ; Margins, February, 2002.

 13. ‘Signs Taken for Wonders’ : Questions of Ambivalence and Authority Under a Tree Outside Delhi, May 1817 ; Homi K. Bhabha, Critical Inquiry 12 (Autumn 1985.)

 14. Sons of the Nation: Child Rearing in The New Family ; Pradip Kumar Bose ; Texts of Power ; ed. Partha Chatterjee, Calcutta, 1996.

 15. Spirituality and Nationalist Domesticity : Rereading the Relationship ; Sudeshna Bannerjee ; The Calcutta Historical Journal, Vol, 19-20.

 16. The Difference-Defferal of a Colonial Modernity : Public Debates on Domesticity in British India ; Dipesh Chakraborty ; Subaltern Studies VIII, ed. David Arnold and David Hardiman, New Delhi, 1996.

 17. The Purusartha in Traditional Texts ; K.N. Sharma ; Contributions to Indian Sociology (n.s.) 20/2, 1986.

 18. The Discreet Charm of The Bhadraloks : An Excursion into Pornotopia, Sibaji Bandyopadhyay ; JJCL 29, Kolkata 1991.

 19. The Concept of Household-Family in Eighteenth Century England ; Naomi Tadmor ; Past and Present 151, 1996.

 20. The Correspondents of Havelock Ellis ; Anne Summers ; History Workshop Journal, 1996.

সংযোজন

ক. বাংলা বই

 ১. নগ্নতার ইতিহাস; অবিনাশচন্দ্র ঘোষাল সম্পাদিত, ষোলোখানি বিশিষ্ট চিত্রে শোভিত, কলকাতা, ২০১৩

 ২. বোতলের নানাপ্রকার কৌতুক বা পুরোনো কলকাতার দোকানদারি আর পণ্য পসরার বিজ্ঞাপন: ঔষধ-আতর-তৈলাদি; কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত, কলকাতা, ২০১২

 ৩. মানদাদেবী ও রমেশদার চাপান-উতোর; সুবীর ভট্টাচার্য সংকলিত, কলকাতা, ২০১০

 ৪. বটতলার বই (২ খণ্ড); অদ্রীশ বিশ্বাস সম্পাদিত, কলকাতা, ২০১১

 ৫. ফ্রয়েডের নারী-চরিত্র, নৃপেন্দ্রকুমার বসু, প্রথম সংস্করণ ১৩৫৪, ষষ্ঠ সংস্করণ, ১৪১৫, কলকাতা

 ৬. মেয়েদের হস্টেল-জীবন: অন্দরের কথামালা; অহনা বিশ্বাস, কলকাতা, ২০০৯

 ৭. শিক্ষিতা পতিতার আত্মচরিত; মানদা দেবী, কলকাতা, ২০০৩

 ৮. যৌনবিজ্ঞান; প্রথম ও দ্বিতীয় খণ্ড; আবুল হাসনাৎ, কলকাতা, ১৯৩৬

 ৯. সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি; অদ্রীশ বিশ্বাস সম্পাদিত, কলকাতা, ২০০৯

 ১০. বেশ্যাপাড়ার পাঁচটি: দুর্লভ সংগ্রহ; মৌ ভট্টাচার্য সম্পাদিত, কলকাতা, ২০১১

 ১১. আমার যৌনতা, একটি গুরুচণ্ডালী প্রকাশনা, ২০১১

 ১২. ছিঃ তুমি নাকি?; একটি স্যাফো সংকলন, ২০০৫

 ১৩. ভুঁইফোড়ের মনোবিদ্যাচর্চা; অমিতরঞ্জন বসু, কলকাতা, ২০০৯

 ১৪. উনিশ শতকের নির্বাচিত প্রহসন; অলোক দাস সম্পাদিত, কলকাতা, ২০১৩

 ১৫. প্রহসনে কলিকালের বঙ্গমহিলা ১৮৬০-১৯০৯ (h) হার্দিকব্রত বিশ্বাস সম্পাদিত, কলকাতা ২০১১

খ. ইংরেজি বই

 1. Desire and Defiance : A Study of Bengali Women in Love (1850-1930) ; Aparna Bandyopadhyay ; New Delhi, 2016

 2. Behind The Veil : Resistance, Women and The Everybody in Colonial South Asia ; edited. Anindita Ghosh, New Delhi, 2011

 3. Marriage and morality : Family Values in Colonial Bengal ; Rochona Majumder, New Delhi, 2004

 4. For The Record : On Sexuality and The Colonial Archive in India; Anjali Ambedkar ; New Delhi, 2010

 5. Sex and Family in Colonial India : The Making of Empire, Durba Ghosh, Cambridge, 2006

 6. Sexuality ; edited. Robert A. Nye ; New Delhi, 2009

 7. Speaking Desires Can be Dangerous : The Poetics of Unconcsious, Elizabeth Write, 1999

 8. Nationalizing The Body : The Medical Market, Print and Daktari Medicine ; Prajit Bihari Mukherjee, UK, 2012

 9. Body Politics in Development : Critical Debates in Gender and Development ; windy Hazcourt, Bangalore, 2009

 10. The Invention of Private Life : Literature and Ideas, Sudipta Kaviraj, New Delhi, 2014

 11. Gender in the Hindu Nation : RSS Women as Ideologues ; Paula baccheta, New Delhi, 2004

 12. Sex and Power : Defining History, Shaping Societies ; Rita Banerjee, New Delhi, 2008

 13. Masculinity, Asceticism, Hinduism : Past and Present Imaginings of India ; Chandrima Chakraborty, New Delhi, 2011

 14. The Frail Hero and Virile History : Gender and Politics of Culture in Colonial Bengal ; Indira Chowdhury, New Delhi, 2001

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *