রুদ্ধরাত – রবিন জামান খান
রুদ্ধরাত – রবিন জামান খান
প্রকাশকাল – একুশে বইমেলা ২০২৩
প্রচ্ছদ – আদনান আহমেদ রিজন
উৎসর্গ
আমার ফাদার ইন ল, মহিউদ্দিন রহমানিকে
যিনি এই বয়সেও আমার প্রতিটা লেখা মনোযোগ দিয়ে পড়ে মতামত জানান। যার সঙ্গে অলস বিকেলগুলোতে ধর্ম- রাজনীতি-শিক্ষাব্যবস্থা নিয়ে আড্ডাগুলো আমি দারুণ মিস করি…
.
ভূমিকা
প্রথমেই একটা কথা পরিষ্কার করে পাঠকদের জানানো উচিত। আমার উপন্যাস রুদ্ধরাত জিন হ্যানফ্ কোরেলিটজের ‘দ্য প্লট’ উপন্যাস এবং সত্য ঘটনা দ্বারা কিছুটা অনুপ্রাণিত। তবে সেটা কতটা এবং এই উপন্যাস আমি কেন এবং কীভাবে লিখলাম—সেটাও একটা ইন্টারেস্টিং গল্প। রাজদ্রোহী প্রকাশিত হওয়ার পর যখন সিদ্ধান্ত নিলাম সময় উপাখ্যান সিরিজের পঞ্চম উপন্যাস ‘সিপাহী’ এবং প্রফেসর জ্যাক সিরিজের তৃতীয় উপন্যাস ‘ধূম্রজাল’ দুটোই লেখার জন্যে আমি এই বছরটা বিরতি নেব তখন একেবারেই এক্সপেরিমেন্টাল এই উপন্যাসটা লেখার সিদ্ধান্ত নিই। ‘রুদ্ধরাত’একটা কন্সপিরেসি থ্রিলার। এক্সপেরিমেন্টাল বলছি এই কারণে যে কন্সপিরেসি থ্রিলার আমি এর আগে লিখিনি। আর এই উপন্যাসটা লেখার পেছনে দারুণ কিছু অনুভূতি কাজ করছিল। এর আগের বছর প্রথমবার যখন নিউ ইয়র্ক বেড়াতে গেলাম তখন পরিচিত এক বড়ো ভাই জানালেন, আপস্টেটে তাঁর এক সিনিয়র থাকেন, অনেক অভিজ্ঞ মানুষ, বিচিত্র তাঁর বই আর অ্যান্টিক কালেকশন। ব্যস্ত শিডিউলের ভেতরেও খানিকটা সময় বের করে গেলাম তাঁর সঙ্গে দেখা করতে।
আমি জীবনে বহু বোহেমিয়ানের কাহিনি পড়েছি, সত্যিকারের একজন বোহেমিয়ান দেখলাম সেদিন। ষাটের ওপরে বয়স মানুষটা— পুরো দুনিয়া ঘুরে বেড়িয়েছেন একসময়, মিশেছেন পিগমি থেকে শুরু করে এস্কিমো আর পলিনেশিয়ানদের মতো বহু জাতের বহু ধরনের মানুষের সঙ্গে। কাজ করেছেন বিশ্বের বড়ো বড়ো সব সংস্থায়—কখনো অফিসার, আবার কখনো ভলান্টিয়ার হিসেবে। এখন রিটায়ারমেন্টে গিয়ে বসবাস করছেন আপস্টেটে নিজের বাড়িতে। যেমন বিচিত্র আর ভার্সেটাইল তাঁর অ্যান্টিক এবং বইয়ের কালেকশন তেমনি তাঁর অভিজ্ঞতার ঝুলি। তাঁর কাছে গল্প শুনতে শুনতেই এমন কিছু গল্প শুনলাম, সেসব গল্প আমরা সিনেমাতে দেখি, কিন্তু বাস্তবে এমন ঘটে ভাবতে পারি না। কিন্তু এসব ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে আমাদের সঙ্গে, আমাদের আশপাশে। তাঁর কাছে গল্প শুনতে শুনতেই মনে হলো কখনো সুযোগ পেলে আমি এই ঘটনা নিয়ে উপন্যাস লিখব।
নিউ ইয়র্ক থেকে এসে জিন হ্যানফ্ কোরেলিটজের দ্য প্লট পড়ার সময়ে আমার রুদ্ধরাতের আইডিয়াটা আসে মূলত। সে-অর্থে বলতে গেলে উপন্যাসটার সঙ্গে আমার গল্পের মিল সামান্যই। কিন্তু মূল একটা আইডিয়া যেহেতু সেখান থেকে অনুপ্রাণিত কাজেই এই ক্রেডিট দেওয়া আমার কর্তব্য। যাই হোক, মূল থিম এবং আইডিয়া পেলেও লেখা শুরু করার আগে গল্পটা মাথায় ছিল দীর্ঘদিন। এরপর প্রস্তুতি, লেখা, সব মিলিয়ে আরো প্রায় এক বছর। অবশেষে সে-যাত্রা সমাপ্ত হতে যাচ্ছে। পাঠকের হাতে পৌঁছাতে যাচ্ছে ‘রুদ্ধরাত’। সর্বোত ধন্যবাদ প্রকাশক ফারুক ভাইকে। পাশা ভাইকে ধন্যবাদ বইটা প্রথমবারের মতো পড়ে আমাকে মূল্যবান কিছু মতামত জানানোর জন্য। আবারো ধন্যবাদ সুপ্তকে—বইটার নামের ব্যাপারে হেল্প করার জন্যে। এবার পাঠকের ভালো লাগলেই এই দীর্ঘ যাত্রা এবং অমানুষিক পরিশ্রম সার্থক হবে। সবাই ভালো থাকবেন।
রবিন জামান খান
ওকলাহোমা, যুক্তরাষ্ট্র