যে দেশে সবাই অন্ধ (কাব্যগ্রন্থ) – দাউদ হায়দার। প্রথম প্রকাশ – জুন ১৯৮৪ Book Content আমার এই দেশ আমরা সবাই নেতা তোমার কথা যে দেশে সবাই অন্ধ আমাদের বাংলা কবিতা অনুজ জাহিদকে খোলা চিঠি বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায় উত্তর চাই, জাহিদ স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো তোমারই অস্থি ও চামড়ায় অক্ষয় গাণ্ডীব এখনো প্রতীক্ষমান স্বহস্তে বিচার অপেক্ষা করো হিংস্রতা, পরতে পরতে দীর্ঘায়ু, কপিল গুহায় দ্রোণাচার্যও অক্ষম প্রাণের পললে আমার চরাচরে কে শত্রু, কে মিত্র আমার কথা আমার কবিতা আমার সঞ্চয়ে শালা ও বাঞ্চোতদের জন্যে বধিরের ভাষা ইচ্ছে নিরন্ন মানুষের দেশে ষড় যন্ত্রের ঐকতানে আমাদের গোপন আস্তানা ভাতের গন্ধে জল দাও কোরাস তোমার কবিতায় কবিতার এলোমেলো ভেলা এপিটাফ লেখক: দাউদ হায়দারবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা
Leave a Reply