আমাদের ভূগোলে এখন, রাজসূয়
ষড় যন্ত্রের
ঐক্যতান।
পুড়ছে বাংলাদেশ।
সহমরনে, পতিও যাত্রী; শুধু
কীতনে বাতাস
নির্বেদ।
চিতারজনী ঘিরেছে
দিকচক্রবাল। রাজকীয় পুরোহিত
বহ্নির সৌন্দর্যে
মুগ্ধ; তাই
ললাটও প্রসারিত
আনন্দে।
নিয়ত বিপন্ন মানুষ, রক্তসিঞ্চন ক’রে
জরাগ্রস্থ,
স্বদেশে।
পুরোহিত, ষড়যন্ত্রের ঐক্যতানে
দিশেহারা।
পুড়ছে বাংলাদেশ
তীব্র ক্ষুধায়, চিতায়।
২
আমি বলি : এই পাপাচার থেকে
মুক্তি পাবে, যদি
অসুরবিরোধী সহযোগিতায়
বুভূক্ষুর মিছিলে দুঃসাহসী
তরুণিক হও।
আমরা সকলেই
আগ্নেয়গহ্বরে জন্ম নিয়েছি, তাই
লাভাস্রোতের উৎসে
রক্তগোলাপ ফোটাতে
উদ্গ্রীব। তুমি শুধু, একবার
পুষ্পবীজ নিয়ে
দাঁড়াও। তোমার সহযোদ্ধারা
তোমারই চতুর্পাশে, সমবেত
প্রতীক্ষমান। অচিরেই,
রাজসূয় যজ্ঞ, আর
পুরোহিত
ধুলিস্মাৎ হবে,
স্ফুলিঙ্গে ও চিতায়।
২৭/১০/৮৩