আমার আসমুদ্রহিমাচলে
মানুষের যে স্বাধীনতা,
যে বিশ্বাসে উদ্দীপ্ত আমার ভাই
তাকে
ঠুলি পরিয়ে বলা হচ্ছে
‘সূর্য এখন পশ্চিমে উদিত’।
আমার জন্মভূমি নিয়ে
যে তুলকালামা কাণ্ড চলছে,
আমি
সেই খেলা বন্ধ করতে চাই।
রাজার পাপে রাজ্য নষ্ট, তাই
প্রজাগণ
স্বহস্তে বিচারের ভার নেবে অচিরেই।
১৫/১২/৮২