প্রাণের পললে

সজল বৃষ্টিতে একবার, প্রকৃতির
নিয়মে স্বেচ্ছাবন্দী; তাই
দেশজ সমাজে, অনুষঙ্গে
তোমাকে আমার চাই।

মন জানে, প্রাণের পললে
আমিই মুক্তি, আশা
উত্তরণে।

অনুরক্তে, শিল্পে, দীক্ষায়
যে-জীবন পরাজিত
মানুষের;
সেখানে কী, বার বার ফিরে যাওয়া,
চেতনায়?

চেতনা কি, অকালবৈশাখ
ক্ষুধার্ত বাংলায়?

৮/১০/৮৩

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *