সেরা ভূতের গল্প – ব্রাম স্টোকার
অনুবাদ : অনীশ দাস অপু
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৮
SERA BHOOTER GOLPO (A Collection of fhost stories)
By: Bram Stoker, Translated by : Anish Das Apu
First Published : February 2018
উৎসর্গ
ব্রাম স্টোকারের
হরর গল্প পড়তে যারা
ভালোবাসেন তাদেরকে…
ভূমিকা
‘ড্রাকুলা’খ্যাত লেখক ব্রাম স্টোকার বেশ কিছু হরর এবং ভৌতিক গল্প লিখেছেন, যেগুলোর বেশির ভাগ Dracula’s Guest বইতে সংকলিত হয়েছে। এ বইয়ের সাতটি গল্প ‘ড্রাকুলা’স গেস্ট’ থেকে নেয়া। বাদবাকিগুলো অন্যান্য সংকলন থেকে গৃহীত। এসব সংকলনের মধ্যে রয়েছে weird stories, Ghost Anthology, Best Ghost Stories ইত্যাদি। সম্পাদিত এসব গ্রন্থে অন্যান্য লেখকদের সঙ্গে ব্রাম স্টোকারের গল্পও ছিল। তবে মজার ব্যাপার তাঁর কয়েকটি গল্পের ভিন্ন ভিন্ন নাম পেয়েছি বিভিন্ন সম্পাদিত সংকলনে। যেমন ‘দ্য লিভিং কফিন’ গল্পটি একটি সংকলনে ভিন্ন নামে পেয়েছি। ‘দ্য লরেলস’-এর কথাও এক্ষেত্রে প্রযোজ্য। এ গল্পগুলো ভিন্ন নামে ভিন্ন প্রকাশনীতে ছাপা হয়েছে। কাজেই বলা মুশকিল মূল গল্পের নাম কী ছিল কিংবা ছদ্মনামে কেউ ব্রাম স্টোকারের গল্প লিখেছেন কিনা! সে যাই হোক, গল্পগুলো খাঁটি ভৌতিক ছিল বলে বর্তমান গ্রন্থটিতে স্থান পেয়েছে। তবে এ বইয়ের সব গল্পেই ভূত নেই, তবে ভুতুড়ে আবহ আছে। যেমন ‘দ্য স্ক’ ব্রাম স্টোকারের খুবই বিখ্যাত একটি গল্প। এটি পড়লে গায়ের রক্ত হিম হয়ে যায়। এতে ভূত নেই, যদিও প্রতিহিংসাপরায়ণ বিড়ালটিকে পাঠকের মনে হবে ওটার ওপর ভূত ভর করেছে। এ গল্পটির জন্য লেখক-অনুবাদক শরীফুল ইসলাম ভূঁইয়ার কাছে কৃতজ্ঞতা। ‘দ্য জিপসি প্রফেসি’তেও আমরা সরাসরি ভূতের দেখা পাই না তবে ভুতুড়ে একটা আবহের আস্বাদন লাভ করি। ‘গ্রানি’তে যে দাদিমার গল্প বলা হয়েছে তা যেকোনো ভৌতিক চরিত্রকে হার মানায়। এ গল্পটিও বুকে কাঁপন ধরিয়ে দেয়।
ব্রাম স্টোকারের সেরা ভূতের গল্প শিরোনামটি আমার নয়, প্রকাশকের আমার ইচ্ছে ছিল ব্রাম স্টোকারের নির্বাচিত হরর গল্প নাম দেব। কিন্তু প্ৰকাশক সেরা ভূতের গল্প নামে বিশ্বখ্যাত কয়েকজন লেখকের ভূতের গল্প বের করার পরিকল্পনা করেছেন বলে তাঁর দেয়া নামটিই বহাল থাকল। তবে আমার ধারণা এ বইটি পাঠকদের হরর এবং ভূত দুই বিষয়েই তৃষ্ণা মেটাবে
ব্রাম স্টোকার জীবদ্দশায় বেশ কিছু হরর এবং ভৌতিক গল্প লিখে গেছেন। সব গল্প পাওয়াও যায় না। আমরা যেগুলো পেয়েছি সেখান থেকে বাছাই করে এ সংকলনে দিয়েছি। তবে এতে ব্রাম স্টোকারের সবচেয়ে বিখ্যাত কয়েকটি গল্পই রয়েছে। যেমন: ড্রাকুলাস গেস্ট, দ্য জাজ’স হাউস, দ্য সিক্রেট অব দা গ্রোয়িং গোল্ড, ক্রুকেন স্যান্ডস, আ ড্রিম অব রেড হ্যান্ডস ইত্যাদি। এগুলো খাঁটি ভূতের গল্প। বাদ-বাকি কয়েকটি গল্পেও ভূত আছে শুধু পূর্বোল্লিখিত দুএকটি গল্প ছাড়া। আশা করি ভূত এবং হররপ্রেমী পাঠকদের সবগুলো গল্পই ভালো লাগবে।
অনীশ দাস অপু
সূচিপত্র
- ড্রাকুলা’স গেস্ট
- দ্য জাজ’স হাউস
- দ্য সিক্রেট অব দ্য গ্রোয়িং গোল্ড
- ক্রুকেন স্যান্ডস
- দ্য স্ক
- দ্য জিপসি প্রফেসি
- আ ড্রিম অব রেড হ্যান্ডস
- দ্য হন্টেড রুম
- দ্য লরেলস
- গ্র্যানি
- সুইসাইড
- দ্য লিভিং কফিন
- রুম নাম্বার সেভেন
- বার্থডে কার্ড
Leave a Reply