হাতি ঘোড়া
আজ বিকেলে নিরিবিলি এক রাস্তায় হঠাৎ দেখলাম হাতি, লাফিয়ে নামলাম গাড়ি থেকে। হাতি দেখলেই আমি কাছে গিয়ে কুশল শুধাই। এই হাতির শরীরে ফুল পাতা আঁকছিল একটি ছেলে। হাতিও জানতো তাকে সাজানো হচ্ছে। তাই চুপচাপ দাঁড়িয়ে ছেলেটিকে সাহায্য করছিল সাজাতে। কাছেই দাঁড়িয়ে ছিল দুটো উট। বিয়ে বাড়িতে নাচতে এসেছে ওরা। যখন উটের মাহুতকে বললাম, উট কী করে নাচে দেখবো। মাহুত বললো, এখানে ডিজে নেই, গান নেই, নাচবে কী করে ওরা, ওরা তো গানের সঙ্গে নাচে।
কষ্ট হয় যখন দেখি মানুষ হাতিঘোড়াউটমোষকে বন্দি করেছে। ক্রীতদাস বানিয়েছে। দড়ি খুলে দিলে হয় না? মুক্ত ঘুরে বেড়াক সকলে। এই পৃথিবী তো ওদেরও। ওদের কি ইচ্ছে হয় না যেমন ইচ্ছে তেমন ভাবে বাঁচতে!