প্রতিবাদ
টুপ টুপ করে সবাই তো সাহিত্য আকাদেমি প্রাইজ ফেরত দিচ্ছেন। আমি হলেও দিতাম। লেখক কালবুরগিকে হত্যা করার পর সাহিত্য আকাদেমি চুপ করে বসে থাকলে, প্রতিবাদ না করলে, রাগ তো হতোই। গরুর মাংস খেয়েছে বলে কাউকে মেরে ফেলা হবে, এ তো আমিও মানি না। এ নিয়ে লিখেছি, খুনীদের ধিক্কার দিয়েছি। পত্রিকায় কলাম লিখে, টুইট করে, ফেসবুকে লিখে কালবুরগি হত্যার প্রতিবাদ করেছি। শুধু কালবুরগি নয়, দাভোলকার, পানসারে হত্যার প্রতিবাদও করেছি। এখানেই থেমে থাকিনি, ভারতবর্ষে আমাকে যারা আক্রমণ করেছে, যে মুসলিম মৌলবাদীরা, যে বামপন্থীরা, যে ডানপন্থীরা –তাদের অন্যায় আচরণের প্রতিবাদও আমি করেছি। আমার বই যারা নিষিদ্ধ করেছে, আমাকে রাজ্য থেকে যারা তাড়িয়েছে, আমার বইয়ের উদ্বোধন যারা বাতিল করেছে, আমার মেগাসিরিয়াল যারা বন্ধ করেছে, তাদের অসহিষ্ণুতার প্রতিবাদ আমি প্রচুর করেছি। কিন্তু যাঁরা আজ আকাদেমি পুরস্কার ফেরত দিচ্ছেন, তাঁদের কাউকে কিন্তু আমার ওপর কোনও সরকারি বা বেসরকারি অন্যায়ের প্রতিবাদ করতে দেখিনি। আমি ভারতীয় নই বলে? কিন্তু অন্যায় যারা করেছে তারা তো ভারতীয়। অত্যাচারিতরা অন্য দেশের হলে অত্যাচারীর সাত খুন মাপ– তাই বুঝি?