হজ্ব
মক্কার পায়ের তলায় পিষ্ট হয়ে মরার দৃশ্য দেখার পরও কি মানুষ আবার হজু করতে মক্কা যাবে? শুনেছি এগারোশ নাকি তেরোশ মানুষ শুধু মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মরেছে। আহা কী করুণ মৃত্যু! লাশগুলোকে বুলডোজার দিয়ে আবর্জনার মতো ফেলেছে সৌদি সরকার। সৌদি রাজপরিবারের বর্বরতা কারও অজানা নয়। কোনও এক রাজপুত্তুর নাকি ও পথ দিয়ে যাবেন, তাই তাঁর পথটি সাফ করতে গিয়ে আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেসব রাস্তা ধরে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ কোন এক অদৃশ্য শয়তানকে পাথর ছুড়বে বলে ছুটছিল। শয়তান কি এমনই শক্তিশালী যে তাকে মারার জন্য লক্ষ লক্ষ পাথরের দরকার পড়ে? তাছাড়া, পাথর ছুড়লে কি শয়তান মরে? শয়তান তো রূপকথার চরিত্র। একটা শিশুতোষ রূপকথার জন্য কত কত লোককে আজ মরতে হলো। মানুষ আর কতকাল এইসব রূপকথাকে বিশ্বাস করবে? বিশ্বাস খুব ভয়ংকর, এ কোনও যুক্তি বোঝে না।
আমার ধর্মে বিশ্বাস থাকলেও মরতে আমি মক্কা যেতাম না। মানুষের যেমন সুস্থভাবে বাঁচার অধিকার আছে, তেমনি তাদের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে।