স্বভাব

যদিও আমার চোখে ঢের নদী ছিলো একদিন
পুনরায় আমাদের দেশে ভোর হ’লে,
তবুও একটি নদী দেখা যেতো শুধু তারপর;
কেবল একটি নারী কুয়াশা ফুরোলে
নদীর রেখার পার লক্ষ্য ক’রে চলে;
সূর্যের সমস্ত গোল সোনার ভিতরে
মানুষের শরীরের স্থিরতর মর্যাদার মতো
তার সেই মূর্তি এসে পড়ে।
সূর্যের সম্পূর্ণ বড় বিভোর পরিধি
যেন তার নিজের জিনিস।
এতদিন পরে সেইসব ফিরে পেতে
সময়ের কাছে যদি করি সুপারিশ
তা’হলে সে স্মৃতি দেবে সহিষ্ণু আলোয়
দু-একটি হেমন্তের রাত্রির প্রথম প্রহরে;
যদিও লক্ষ লোক পৃথিবীতে আজ
আচ্ছন্ন মাছির মত মরে –
তবুও একটি নারী ‘ভোরের নদীর
জলের ভিতরে জল চিরদিন সূর্যের আলোয় গড়াবে’
এ রকম দু-চারটে ভয়াবহ স্বাভাবিক কথা
ভেবে শেষ হ’য়ে গেছে একদিন সাধারণভাবে।

2 Comments
Collapse Comments

‘নির্ঘণ্ট’ বা ‘শ্রেণীবিভাগ’ শব্দগুলোর পরে বিসর্গ (ঃ) দেওয়া আছে, থাকার কথা কথা কোলন (:)।

admin (Administrator) January 28, 2008 at 7:10 pm

ধন্যবাদ আপনাকে। আসলে বাংলা টাইপকালে কিবোর্ড যে মোডে থাকে তাতে কোলন চাপলে ওটা ‘বিসর্গ’ হয়ে যায়। কোলনের জন্য আবার কিবোর্ড ইংরেজী মোডে এনে কোলন বাটন চাপলে তবেই সেটা কোলন দেখায়। অনেক সময় বাংলা টাইপ চলাকালে কোলনের জন্য ভুল করে আবার ইংরেজী মোডে আসা হয় না বলে শেষ পর্যন্ত ওটা বিসর্গর মত হয়ে যায়। তবে আপনাদের সহযোগিতা পেলে এরকম ভুল আমরা খুব সহজেই শুধরে নিতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *