ওমর খৈয়াম-গীতি
পিলু – কাহারবা
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে।
ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে॥
শেয়্র :
শরাবী জমশেদী গজল ‘জানাজায়’ গাহিয়ো আমার
দিবে গোর খুঁড়িয়া মাটি খারাবি ওই শরাব-খানার!
‘রোজ-কিয়ামতে’ তাজা উঠব জিয়ে॥
শেয়্র :-
এমনই পিইব শরাব ভেসে যাব তাহার স্রোতে,
উঠিবে খোশবু শরাবের আমার ওই গোরের পার হতে;
টলি পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে॥