বাজল কি রে ভোরের সানাই

মান্দ – কাওয়ালি

বাজল কি রে ভোরের সানাই
নিদ-মহলার আঁধার-পুরে।
শুনছি আজান গগন-তলে অতীত-রাতের মিনার-চূড়ে॥

সরাই-খানার যাত্রীরা কি ‘বন্ধু জাগো’ উঠল হাঁকি?
নীড় ছেড়ে ওই প্রভাত-পাখি গুলিস্তানে চলল উড়ে॥

আজ কি আবার কাবার পথে
ভিড় জমেছে প্রভাত হতে।
নামল কি ফের হাজার স্রোতে
‘হেরার’ জ্যোতি জগৎ জুড়ে॥

আবার ‘খালিদ’ ‘তারিক’ ‘মুসা’
আনল কি খুন রঙিন ভূষা,
আসল ছুটে ‘হাসিন’ উষা
‘নও-বেলালের’ শিরীনশিরীন : মিষ্টি। সুরে॥
তীর্থ-পথিক দেশ-বিদেশের
‘আরফাতে’ আজ জুটল কি ফের,
‘লা শরীক্ আল্লাহ’ মন্ত্রের
নামল কি বান পাহাড় ‘তূরে’

আঁজলা ভরে আনল কি প্রাণ কারবালাতে বীর শহিদান
আজকে রওশন জনিম আশমান নওজোয়ানীর সুর্‌খ্‌নূরে ॥

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *