জাগো নারী জাগো বহ্নিশিখা

সারং – কাওয়ালি

জাগো নারী জাগো বহ্নিশিখা।
জাগো স্বাহা সীমন্তে রক্তটিকা॥

দিকে দিকে মেলি তব লেলিহান রসনা,
নেচে চলো উন্মাদিনী দিগ্‌বসনা,
জাগো হতভাগিনি ধর্ষিতা নাগিনি,
বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা॥

ধুধু জ্বলে ওঠো ধূমায়িত অগ্নি,
জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নি!

পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা
জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা,
মেঘে আনো বালা বজ্রের জ্বালা,
চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা॥

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *