আধো ধরণি আলো আধো আঁধার

তিলক-কামোদ-পিলু – কাওয়ালি

আধো ধরণি আলো আধো আঁধার।
কে জানে দুখ-নিশি পোহাল কার॥
আধো কঠিন ধরা আধেক জল,
আধো মৃণাল-কাঁটা আধো কমল।
আধো সুর, আধো সুরা – বিরহ, বিহার॥

আধো ব্যথিত বুকে আধেক আশা,
আধেক গোপন আধেক ভাষা!

আধো ভালোবাসা আধেক হেলা
আধেক সাঁঝ আধো প্রভাত-বেলা
আধো রবির আলো – আধো নীহার॥

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *