কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ

ওমর খৈয়াম-গীতি
ভীমপলশ্রী – দাদরা

কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ।
ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ॥
তীর্থ-পথিক এই পথের ফিরিয়া এল না কেউ,
আজ এ পথে যাত্রা যার, কাল নাহি তার চিহ্ন লেশ॥
রাত্রি দিবার রংমহল চিত্রিত এ চন্দ্রাতপ
দু-দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ-আবেশ॥
ভোগ-বিলাসী ‘জমশেদের’ জলসা ছিল এই সে দেশ,
আজ শ্মশান, ছিল যথায় ‘বহরামের’ আরাম আয়েশ॥

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *