দীওয়ান-ই-হাফিজ গীতি
খাম্বাজ-পিলু – পোস্তা
ওই লুকায় রবি লাজে মুখ হেরি মম প্রিয়ার।
ওই এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর॥
মোর অকলঙ্ক শশী খোলে ঘোমটা যবে মুখের,
হেরি, দুলে রবি শশী কানে দুল হয়ে যেন তার॥
যবে অধীর মাতাল হিয়া, রয় পর্দানশিন প্রিয়া,
মদে বেহুঁশ হয়ে দরবেশ যবে জলসা হল গুলজার॥
মোর শরম ভরম সবই হায় দিলাম শরাব লাগি
হেরি নয়ন-জলে ভেসে এ সুরা শোণিত হিয়ার॥
বয় যাহার অশ্রু-চোখে ওই বাদল-রাতের ধারা,
বয় বর্ষা সম তাহার নীল অঞ্চলে ফুল-বাহার॥
মালা গাঁথিসনে তুই হাফিজ ওই শুষ্ক উপদেশের,
ফেলে অপরাধের কাঁটা তুই গাঁথ মালা ফুল-হিয়ার॥