ভূতচতুর্দশী : ১৪টি সেরা ভূতের গল্পের সংকলন
সম্পাদক – শুভম ভট্টাচার্য্য (তোমার বই) ও মৃনাল চক্রবর্তী (ইনবক্স অফিসিয়াল)
সহ সম্পাদক – অভিজিৎ রায় ও তুহিন বন্দ্যোপাধ্যায়
.
উৎসর্গ
.
ভুমিকা
“ভূত কেমন হয়?” আজকের দিনে এই প্রশ্নটি কাওকে করলে হাসি বই অন্য কিছু আসবে না। ভূত জিনিসটি যাই হোক না কেনো তাঁর প্রতি মানুষের অবেচেতনের ভয় অনেক কমে গেছে। তাই আজকের দিনে যদি কেউ নিজের ভৌতিক অভিজ্ঞতা শোনাতে যায়, তাকে বিশেষ ছোট করা হয় সমাজের মানুষের সামনে।
কিন্তু এতকিছু হওয়া সত্ত্বেও গল্পপ্রেমীদের কাছে ভুত এক আলাদা বস্তু। এখনো ভূতের গল্প পেলে ৮ থেকে ৮০ আনন্দে আপ্লুত হয়ে পরে। জনমদিনের হাজারো উপহারের মাঝে ভূতের গল্পের বইতি এখনো চোখ আকর্ষন করে মানুষের। আর সেই কথা মাথায় রেখেই আমাদের এই প্রয়াস।
কোন বিখ্যাত লেখক লেখিকা নন। সারা সোসাল মিডিয়া খুঁজে বেশ কয়েকজন প্রতিভাবান লেখকের দুর্দান্ত গল্পগুলিকে এই বইতে তুলে ধরলাম। আসলে এতে আমার দুই কাজ হলো। প্রতিভা থাকা সত্ত্বেও যে লেখক লেখিকারা নিজের গল্প ছাপা অক্ষরে দেখতে পাননা, তাদের সুযোগ করে দেওয়া। আর দুর্দান্ত লেখা গুলি দিয়ে পাঠকের মন জয় করা। এখানে যতজন লেখক আছেন ও তাদের লেখা দিয়েছেন, আমার বিশ্বাস তাদের কেউই কম যান না। কারন অনেক গল্পের মধ্যে মাত্র ১৪ টি গল্প বাছাইয়ের সময় বেশ বেগ পেতে হয়েছে সম্পাদক দের।
তবে গল্পগুলি পড়ে পাঠক যদি তাদের প্রতিক্রিয়া আমাদের জানান। তাতে আমরা খুব খুশি হব ও আরো নতুন কাজ করার আগ্রহ পাব।
ধন্যবাদান্তে,
শুভম ভট্টাচার্য্য
সম্পাদক
Leave a Reply