অক্টোবর রেইন – ওয়াসিকা নুযহাত
অক্টোবর রেইন – ওয়াসিকা নুযহাত
প্রথম প্রকাশ: বইমেলা ২০২০
.
উৎসর্গ
রুবাব
তোমাকেই দিলাম…
.
“Even If Something Is Left Undone, Everyone Must Take Time To Sit Still And Watch The Leaves Turn.”
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
ওয়াসিকা নু্যহাতের হৃদয়াক্ষী,বরফকুচি খামে দূর পাহাড়ের দেশে আপলোড করবেন প্লিজ।
২০২২ কিংবা ২৩ থেকে এই বইটি পড়ার অপেক্ষায় ছিলাম।বইটির নাম শুনলেই কেন যেন অদ্ভুত এক ভালোলাগা কাজ করে।সেটা হতে পারে অক্টোবরের জন্য নাকি অন্য কিছু আমার জানা নেই।
২০২৫ এ এসে বইটি খুঁজে পেয়েছি।ইতোমধ্যে পড়াও শেষ।৭/৭.৫ ঘন্টার মতো লেগেছে পড়তে।পড়ার পর মনে হচ্ছে আমি এখন ভার্জিনিয়ায় আছি।গল্পের চরিত্রগুলো জীবন্ত মনে হচ্ছে। সকালের সাথে নিজের কিছু মিল খুঁজে পেয়েছি।
ক্রিকেটার সাহেব,মনে হচ্ছে আরশানের সাথে আপনার অনেকটা মিল আছে।এতো ইগো কেন আপনার,এই ইগোর জন্যই গত ৩ সপ্তাহ আমাদের কোনো কথা হচ্ছে না।জানিনা আর কতদিন চলতে থাকবে
অক্টোবর রেইন “গল্পটি নামের মতোই সুন্দর।মনে হচ্ছে গল্পের রেশ কাটতে অনেক দিন সময় লেগে যাবে।নুযহাত আপু -আপনি এতো সুন্দর করে কিভাবে লিখেন।মাশাল্লাহ
তবে কিছু কিছু জায়গায় একটু দীর্ঘ মনে হয়েছিল।বাদ বাকি সুন্দর, মার্জিত লিখনি।
২৮ জুন আমার প্যাথোলজি টার্ম রিটেন।আর আমি এখন অক্টোবর রেইন পড়ছি।মাঝেমধ্যে এই ডক্টর ডিগ্রিটা আমার একঘেয়েমি মনে হয়।কোনো রং নেই,বসন্ত নেই।কেমন যেন পানসে।আর যখন অক্টোবর রেইন ” এর মতো গল্প খুঁজে পাই তখনই মনে হয় জীবন সুন্দর।হোকনা সেটা কল্পনায়