2 of 2

৬৫. অনুরূপ আরেকটি ঘটনা

অনুরূপ আরেকটি ঘটনা

ইমাম বায়হাকী বলেন, : আবু আবদুল্লাহ আল-হাফিয … রাফি’ ইবন মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধে এক পর্যায়ে উবাই ইবন খালফের চারপাশে লোকজনের জটলা দেখতে পাই। আমি অগ্রসর হয়ে সেখানে গেলাম। দেখলাম, তার পরিহিত বৰ্মা বগলের নীচ থেকে কাটা। সেই ফাঁক দিয়ে তরবারি ঢুকিয়ে আমি তাকে আঘাত করলাম; এ সময় যুদ্ধক্ষেত্র থেকে একটি তীর এসে আমার চোখ ফুড়ে যায়। রাসূল (সা) আমার চোখে একটু থুথু দিলেন ও দুআ করলেন। এতে আমার চোখে আর কোন কষ্ট অনুভব হল না। হাদীছটি বর্ণিত সূত্রে খুবই অপরিচিত, যদিও এর সনদ উত্তম। সিহাহ সিত্তােহর মুহাদিছগণ এ হাদীছটি বর্ণনা করেননি; অবশ্য তাবােরানী এটা ইবরাহীম ইবন মুনয্যির থেকে বর্ণনা করেছেন। বদর যুদ্ধে হযরত আবু বকর সিদীক তাঁর পুত্র আবদুর রহমানকে ডেকে বললেন, হে দুরাচার! আমার ধন-সম্পদ কোথায়? আবদুর রহমান তখনও মুসলমান হননি এবং মুশরিকদের পক্ষ হয়ে যুদ্ধ করতে এসেছিলেন। তিনি কবিতার মাধ্যমে জবাবে বললেন, : (কবিতার অর্থঃ) ঘোড়া, যুদ্ধাস্ত্র ও পথভ্রষ্ট বৃদ্ধদের হত্যা করার তরবারি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। উমাবীর মাগাষী গ্রন্থ সূত্রে আমরা বর্ণনা করেছি যে, বদর যুদ্ধ শেষে রাসূলুল্লাহ (সা) ও আবু বকর সিদীক নিহত শত্রুদের লাশের মধ্য দিয়ে হাঁটছিলেন। তখন রাসূলুল্লাহ (সা) বললেন : আমরা এদের শিরগুলো কাটবো। আবু বকর সিদীক (রা) বললেন, : যারা আমাদের উপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল এবং অহংকার প্রদর্শন করত। এগুলো হচ্ছে তাদেরই শির।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *